• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বেতন বাড়ছে নারী ফুটবলারদের


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: সেপ্টেম্বর ২২, ২০২২, ০৮:১২ পিএম
বেতন বাড়ছে নারী ফুটবলারদের

সাফ চ্যাম্পিয়নশিপ বিজয়ের পরে নারী ফুটবলারদের বেতন বৈষম্যের বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। এ অবস্থায় তাদের বেতন বাড়নোর আশ্বাস দিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিন।

এরই মধ্যে খেলোয়াড়দের সঙ্গে আনুষ্ঠানিক কথা বলেছেন বাফুফে সভাপতি। তিনি সাবিনা-কৃষ্ণাদের বেতন বাড়ানোর আশ্বাস দিয়েছেন।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন।

তিনি বলেন, আজ আমরা সভাপতির সঙ্গে কথা বলেছি। তিনি আমাদের অভিনন্দন জানিয়েছেন। আমরা আমাদের চাওয়া-পাওয়াগুলো জানিয়েছি। তিনি তা পূরণ করার আশ্বাস দিয়েছেন।

সাবিনা বলেন, আমরা তার কাছে আমাদের বেতন বাড়ানোর কথা বলেছি। তিনি (সালাহউদ্দীন) তা মেনে নিয়েছেন। শিগগিরই বেতন বাড়াবেন বলে জানিয়েছেন।

কেমন হতে পারে বেতন? জানতে চাইলে নারী ফুটবলে দলের অধিনায়ক বলেন, বেতন কেমন হবে, তা এখনই বলা যাচ্ছে না। তবে সম্মানজনক একটি আবস্থানে নেওয়া হবে তা বলা হয়েছে। আপনারা জানেন, বাংলাদেশে ক্রিকেট এবং ফুটবল ছাড়া অন্য কোনো নারী দলের খেলোয়াড়রা বেতন পান না। আমরা সেইদিক থেকে নিজেদের লাকি মনে করি।


Side banner
Link copied!