• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ফিল্ডিং নিয়ে কথা যতো বেশি হবে, ভালো করা ততো কঠিন হবে


FavIcon
ক্রীড়া ডেস্ক :
প্রকাশিত: মে ২২, ২০২১, ০৮:২০ পিএম
ফিল্ডিং নিয়ে কথা যতো বেশি হবে, ভালো করা ততো কঠিন হবে
ছবি- বাংলাদেশ জাতীয় দলের হেড কোচ রাসেল ডমিঙ্গো

বাংলাদেশ জাতীয় দলের হেড কোচ রাসেল ডমিঙ্গো মনে করেন, ফিল্ডিং ভালো করার ব্যাপারটা পুরোপুরি আত্মবিশ্বাসের ওপর নির্ভর করে।তাঁর মতে, ফিল্ডিং ভিন্নভাবে শেখার কোন উপায় নেই। বরং ফিল্ডারের নিজের ওপর আত্মবিশ্বাস থাকতে হবে। তিনি জানান, ফিল্ডিং নিয়ে কথা যতো বেশি হবে, ভালো করা ততো কঠিন হয়ে যাবে।ম্যাচের আগেরদির (২২ মে) সংবাদ সম্মেলনে ডমিঙ্গো বলেন, 'আমার মনে হয় না, কোচ হিসেবে ভিন্নভাবে ফিল্ডিং ভালো করানোর জন্য কিছু করতে পারবেন। ফিল্ডিং পুরোটাই আত্মবিশ্বাসের ব্যাপার। এটা নিয়ে যতো বেশি কথা হবে, ফিল্ডিং ততো খারাপ হবে। তার চেয়ে বরং আমরা অতীতের ভালো কিছু ফিল্ডিং নতুন করে দেখতে পারি। তা নিয়ে কথা বলতে পারি। এর আগেও দল ভালো ফিল্ডিং করেছে। সেটা ধারাবাহিক করতে হবে।'তিনি জানান, কিছু দলে অসাধারণ কিছু ফিল্ডার থাকে। কিছু দলের ফিল্ডাররা  থাকে গড়পড়তা। আবার অনেক সময় এটা ফিল্ডিং সেট করার ওপর নির্ভর করে। বাংলাদেশ দলের ফিল্ডাররাও ভালো এবং তাঁরা চাপের মধ্যে ফিল্ডিং করতে পারে বলে মনে করেন তিনি। এই সিরিজে তাই ভালো ফিল্ডিং করার জন্য মানসিক প্রস্তুত নিতে বলেছেন তার শিষ্যদের।
এছাড়া ডমিঙ্গো জানান, সাতে তাঁরা সৌম্য সরকারকে খেলানোর চেষ্টা করেছেন। সেখান থেকে সরে এসেছেন। এবার সাতে মোসাদ্দেক ও আফিফকে সেট করার কথা ভাবছেন তিনি। যে স্পিন বোলিং করতে পারে এবং ভালো ফিল্ডিং করতে পারে। সংগে ম্যাচ শেষ করে আসার সক্ষমতা আছে। মোসাদ্দেককে তাঁর ভালো প্যাকেজ মনে হয়েছে।হেড কোচ বলেন, 'বিশ্বকাপের ছয় মাস আগে আমাদের ব্যাটিং অর্ডার ঠিক করে ফেলতে হবে। ম্যাচ জেতা গুরুত্বপূর্ণ। তাঁর সংগে তরুণদের তুলে আনা, ব্যাটিং লাইন আপ ঠিক করাও দরকারি। আমাদের ভবিষ্যত নিয়েও ভাবতে হবে। ফল পক্ষে আনার জন্যই খেলবে বাংলাদেশ। সংগে অন্য বিষয়গুলো মাথায় নিয়েও খেলবে।'সাকিব আল হাসান দলে ফিরেছেন। মাহমুদুল্লাহ রিয়াদের পিঠের ব্যথা ঠিক হয়ে গেছে। দু'জনই তাই বোলিং করতে পারবেন। বাংলাদেশ তাই শ্রীলংকার বিপক্ষে তিন পেসার নিয়ে খেলবে। সংগে আফিফ হোসেনও থাকতে পারেন দলে। এছাড়া বাংলাদেশ হেড কোচ স্বাগতিক হওয়ায় তার দলকেই ফেবারিট মনে করছেন। তবে শ্রীলংকাকে ছোট করে দেখছেন না। তার মতে, শ্রীলংকার ভয়ংকর কিছু ক্রিকেটার আছে।


Side banner
Link copied!