• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সিরিজ খোয়ালেও লঙ্কানদের বাংলাদেশ সফর ‘সফল’


FavIcon
ক্রীড়া ডেস্ক :
প্রকাশিত: জুন ১, ২০২১, ০৮:৫৬ পিএম
সিরিজ খোয়ালেও লঙ্কানদের বাংলাদেশ সফর ‘সফল’
সিরিজ খোয়ালেও লঙ্কানদের বাংলাদেশ সফর ‘সফল’

শ্রীলঙ্কার প্রধান নির্বাচক ও সাবেক ক্রিকেটার প্রামোদিয়া উইকরামাসিংহে জানিয়েছেন বাংলাদেশ সফরে তাদের পরিকল্পনা সফল হয়েছে।অ্যাঞ্জেলো ম্যাথিউস, দিনেশ চান্দিমাল, দীমুথ করুণারত্নের মতো অভিজ্ঞদের বিশ্রাম দিয়ে একেবারেই তরুণ দল নিয়ে ঢাকায় এসেছিল লঙ্কানরা। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দুটি ম্যাচে হারতে হয় সফরকারীদের। এই নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়তে হয় জাতীয় দলের নির্বাচকদের। যদিও তৃতীয় ম্যাচে ঠিকই জয় নিয়ে ফিরেছে কুশল পেরেরা নেতৃত্বাধীন দলটি।স্থানীয় গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে প্রধান নির্বাচক বলেন, ‘আমরা তিনজন অভিষিক্ত (রামেশ মেন্ডিস, চামিকা করুণারত্নে ও বিনুরা ফার্নান্দো) নিয়ে শেষ ম্যাচটি খেলেছিলাম। যদি ম্যাচটি হেরে যেতাম তাহলে সবাই আমাদের নিয়ে প্রশ্ন তুলতো। আমরা সবসময় তরুণদের নিয়ে ভাবি। লক্ষ্য ২০২৩ বিশ্বকাপ। তবে অভিজ্ঞদের ভুলে যেতে চাই না।’আইসিসি ওয়ানডে বিশ্বকাপ সুপার লিগের অংশ হিসেবে ম্যাচ তিনটি বেশ গুরুত্বপূর্ণ ছিল। তুলনামূলক কম অভিজ্ঞ দল খেলিয়ে ১০টি পয়েন্ট তুলে ফিরেছে লঙ্কানরা। উইকরামাসিংহের চাওয়া তাদের পরিকল্পনায় যাতে কেউ হস্তক্ষেপ না করে।‘আমরা চাই তরুণদের ম্যাচ খেলার মাধ্যমে প্রস্তুতি গ্রহণের সুযোগ করে দিতে। ম্যাচ না খেললে কোনও অভিজ্ঞতাই হবে না। আমাদের পরিকল্পনা একদম স্পষ্ট। আশাকরি কেউ এতে বাধা হয়ে দাঁড়াবে না।’কুমার সাঙ্গাকারা-মাহেলা জয়বর্ধনেদের বিদায়ের পর শক্তি হারানো শ্রীলঙ্কা দিনের পর দিন বাজে পারফরমেন্স করে আসছিল। ২০১৯ বিশ্বকাপে তাদের অবস্থান ছিল ছয় নম্বরে। অভিজ্ঞ-তরুণের মিশেলে ১৯৯৬ সালের বিশ্বজয়ীরা আগামী বিশ্বকাপের জন্য দল গঠন করতে চায় তারা।শ্রীলঙ্কার হয়ে বিশ্বকাপ জয়ী এই পেসার বলেন, ‘আমরা দলের তরুণ সদস্যদের নিয়ে বাংলাদেশের বিপক্ষে খেলেছি। কোনও না কোনও দিন তাদের সুযোগ দিতেই হতো। কারও না কারও এই পদক্ষেপ গ্রহণ করতেই হতো। এটা না করলে আপনি ভবিষ্যৎ নিয়ে ভাবতেই পারবেন না। আমাদের মূল লক্ষ্য ২০২৩ বিশ্বকাপে ইতিবাচক কিছু করা।


Side banner
Link copied!