• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মিশন শুরুর আগেই ধাক্কা খেল পর্তুগাল


FavIcon
স্পোর্টস ডেস্ক:
প্রকাশিত: জুন ১৩, ২০২১, ০৯:৫৭ পিএম
মিশন শুরুর আগেই ধাক্কা খেল পর্তুগাল

ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে শিরোপা ধরে রাখার মিশন শুরুর আগেই ধাক্কা খেল পর্তুগাল। কোভিড-১৯ পজিটিভ হওয়ায় টুর্নামেন্টে আর খেলা হচ্ছে না দলটির ডিফেন্ডার জোয়াও কানসেলোর। তার জায়গায় দলে যোগ দিচ্ছেন এসি মিলানের দিয়োগো দালোত। ম্যাচের আগে উয়েফার কোভিড-১৯ নিয়ম মেনে করা হয় পরীক্ষা। সেখানে ম্যানচেস্টার সিটি ফুটবলার কানসেলো ছাড়া দলের বাকি সবার ফল নেগেটিভ আসে বলে রোববার এক বিবৃতিতে পর্তুগালের পক্ষ থেকে জানানো হয়। বর্তমানে আইসোলেশনে কানসেলো ভালো আছেন বলে জানানো হয়েছে। পর্তুগাল অনূর্ধ্ব-২১ দলের খেলোয়াড় এবং এসি মিলানের ডিফেন্ডার দালোত বুদাপেস্টে দলের বাকি সদস্যদের সঙ্গে যোগ দিবেন। আগামী মঙ্গলবার হাঙ্গেরির বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবে পর্তুগাল। ‘এফ’ গ্রুপে তাদের অন্য প্রতিপক্ষ ফ্রান্স ও জার্মানি।


Side banner
Link copied!