• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

২ যুগ পর পাকিস্তানের মাটিতে খেলতে যাচ্ছে অস্ট্রেলিয়া


FavIcon
স্পোর্টস ডেস্ক:
প্রকাশিত: নভেম্বর ৮, ২০২১, ০৪:২৪ পিএম
২ যুগ পর পাকিস্তানের মাটিতে খেলতে যাচ্ছে অস্ট্রেলিয়া
২ যুগ পর পাকিস্তানের মাটিতে খেলতে যাচ্ছে অস্ট্রেলিয়া

প্রতীক্ষার অবসান! প্রায় দুই যুগ পর পাকিস্তানের মাটিতে খেলতে যাচ্ছে অস্ট্রেলিয়া। ১৯৯৮ সালে সবশেষ পাকিস্তান সফরে গিয়েছিল অজিরা।ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) ও পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) সোমবার নিজেদের ওয়েবসাইটে দেওয়া আলাদা বিবৃতিতে সফরের সূচিও জানিয়েছে। আগামী বছরের মার্চে মাঠে গড়াবে দুই দলের বহু কাঙ্ক্ষিত এই সিরিজ।সফরে তিনটি করে টেস্ট ও ওয়ানডে খেলবে অস্ট্রেলিয়া। লাল বলের সিরিজটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ এবং ওয়ানডে সিরিজটি আইসিসি বিশ্বকাপ সুপার লিগের। একটি টি-টোয়েন্টিও খেলবে তারা।
ম্যাচগুলো করাচি, রাওয়ালপিন্ডি ও লাহোরে অনুষ্ঠিত হবে। এই তিন ভেন্যুতে হবে টেস্ট তিনটি। সীমিত ওভারের পুরো সিরিজ হবে লাহোরে।

আগামী ৩ মার্চ করাচি টেস্ট দিয়ে শুরু হবে দুই দলের লড়াই। রাওয়ালপিন্ডি টেস্ট শুরু ১২ মার্চ ও লাহোর টেস্ট ২১ মার্চ।

তিন ওয়ানডের প্রথমটি হবে ২৯ মার্চ। পরের দুটি যথাক্রমে ৩১ মার্চ ও ২ এপ্রিল। একমাত্র টি-টোয়েন্টি ম্যাচটি মাঠে গড়াবে ৫ এপ্রিল।


Side banner
Link copied!