• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নবীগঞ্জে বিক্রির উদ্দেশ্যে মাটি কাটার দায়ে ২ ব্যাক্তিকে ৩ মাসের কারাদন্ড


FavIcon
মোঃ রহমত আলী, হবিগঞ্জঃ
প্রকাশিত: এপ্রিল ২৪, ২০২২, ১২:২১ পিএম
নবীগঞ্জে বিক্রির উদ্দেশ্যে মাটি কাটার দায়ে ২ ব্যাক্তিকে ৩ মাসের কারাদন্ড
নবীগঞ্জে বিক্রির উদ্দেশ্যে মাটি কাটার দায়ে ২ ব্যাক্তিকে ৩ মাসের কারাদন্ড

হবিগঞ্জ নবীগঞ্জ উপজেলার ৮নং সদর ইউনিয়নের রসুলগঞ্জ এলাকায় সরকারি ও ব্যক্তি মালিকানাধীন ফসলি জমি হতে বিক্রির উদ্দেশ্যে মাটি কাটার দায়ে ২ ব্যাক্তিকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (২৩এপ্রিল) বিকালে গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশ অভিযান পরিচালনা করেন।

সরকারি ও ব্যক্তি মালিকানাধীন ফসলি জমি হতে বিক্রির উদ্দেশ্যে মাটি কাটার অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫(১) অনুযায়ী ছোট আলীপুর গ্রামের মোঃ সাইফর রহমান সাইফুল (৩৫), পূর্ব তিমিরপুর গ্রামের সাফু মিয়া(৩৫) নামের দুই ব্যক্তিকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়।
এ সময় সহযোগিতা করেন নবীগঞ্জ থানার এস আই রাজীব রহমানের নেতৃত্বে একদল পুলিশ।এ ব্যাপারে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উত্তম কুমার দাশ বলেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


Side banner
Link copied!