
কাজিপুর উপজেলার গান্ধাইল বাজারে আজ সকাল ১০ টার দিকে দলীয় কন্দলে গুরুতর আহত হন সাবেক উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মীর হেলাল, সাবেক গান্ধাইল ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মীর আলম, গান্ধাইল ওর্য়াড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন এবং আলী হোসেন। স্থানীয় সুত্রে জানা যায়, গান্ধাইল ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক লিখন মীর আলমের উপর চড়াও হন এবং কথা কাটাকাটির এক পর্যায়ে লাঠি হাতে উপস্হিত হন, উপজেলা ছাত্রলীগের সভাপতি রাজু আহমেদ, সাথেছিল,ছাত্রলীগ কর্মী রাকিব,হাসান,তালেব, রাব্বি আরো অনেকে। জানা যায়, মীর আলমকে আঘাত করলে, এগিয়ে আসেন মীর হেলাল, তাকেও বেদম প্রহার করেন। আহত ব্যক্তিরা সিরাজগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে। এ ব্যাপারে, ছাত্রলীগ সভাপতি রাজু আহমেদের সাথে যোগাযোগ করা হলে, তিনি বলেন, জাতীয় চার নেতাকে বকা দেয়ার কারণে মারা হয়েছে।
আলোকিত নিউজ লিঃ (Incorporation no: 152855/2019) | কপিরাইট © ২০২২ আলোকিত নিউজ লিমিটেড এর সকল স্বত্ব সংরক্ষিত।
Design & Developed by Bongosoft Ltd.
আপনার মতামত লিখুন :