‘ধুরন্ধর’ বাজিমাত, আয় ছাড়ালো ১০২৫ কোটি রুপি
বলিউডের বক্স অফিসে এখন একটিমাত্র নাম – “ধুরন্ধর”। রণবীর সিং ও অক্ষয় খান্নার জোড়া অভিনয়ে ২০২৫ সালের ৫ ডিসেম্বর মুক্তি পাওয়া এই ছবিটি চতুর্থ সপ্তাহে পা রাখার পরও দেশ-বিদেশ মিলিয়ে বাজিমাত করে চলেছে। ভারতের বক্স অফিসে আয় ইতিমধ্যেই ৬৬৮ কোটি রুপি অতিক্রম করেছে, আর বিশ্বজুড়ে ছাড়িয়েছে ১০২৬.৫ কোটি