• ঢাকা
  • সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫, ২৮ আশ্বিন ১৪৩২

মারা গেছেন কিংবদন্তি সঙ্গীতশিল্পী ছন্নুলাল মিশ্র


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: অক্টোবর ২, ২০২৫, ০৩:২৫ পিএম
মারা গেছেন কিংবদন্তি সঙ্গীতশিল্পী ছন্নুলাল মিশ্র

মারা গেলেন পদ্মবিভূষণ প্রাপ্ত সঙ্গীতশিল্পী ছন্নুলাল মিশ্র। হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতের এই কিংবদন্তি বৃহস্পতিবার (২ অক্টোবর) সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৮৯ বছর।

বুধবার রাতে ছন্নুলাল মিশ্রের স্বাস্থ্যের অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার মেয়ে নম্রতা মিশ্র পিটিআইকে জানান, গত ১৭-১৮ দিন ধরে বয়সজনিত সমস্যার কারণে তিনি হাসপাতালে ভর্তি ছিলেন।


১৯৩৬ সালে আজমগড়ে জন্ম নেয়া ছন্নুলাল মিশ্র হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতের একজন দিকপাল হয়ে ওঠেন। তিনি ২০২০ সালে পদ্মবিভূষণ এবং ২০১০ সালে পদ্মভূষণ লাভ করেন।


Side banner
Link copied!