বাববার চুরিতে ধরা পরলেও নেয়া হয়না আইনি পদক্ষেপ!
চাঁদপুরের মতলব পৌরসভার সাবেক কাউন্সিলর আহিজল মুন্সীর ছেলে আশ্রাফুল(১৫)বারবার চুরি করে ধরা পরলেও তার বিরুদ্ধে নেয়া হয়না কোন আইনি ব্যাবস্থা। পিতার অবৈধ প্রভাব, বয়স কম,অথবা অন্যকোন কারণে ভোক্তভূগী বা তার পিতা কেউই নেয়নি বা নিতে পারেনি কোন আইনি পদক্ষেপ। আর এভাবে বারবার পার পাওয়ায় দিন দিন বেড়েই চলছে তার