নড়িয়া থানায় শালিশ-দরবার করতে এসে আটক হলেন শ্রমিকলীগ নেতা
নড়িয়া থানায় শালিশ-দরবার করতে এসে নিষিদ্ধ ঘোষিত নড়িয়া উপজেলার শ্রমিক লীগের সাধারন সম্পাদক আক্কাস ছৈয়াল(৫০) পুলিশের হাতে আটক হয়েছেন। এর পরে তাকে শরীয়তপুর আদালতে প্রেরন করা হয়েছে।
আজ বুধবার দুপুরে শরীয়তপুর জেলার নড়িয়া থানার ওসি (তদন্ত) সুকান্ত দত্ত এর কক্ষ থেকে দরবার করার সময় তাকে আটক করা হয়।