
কাগিসো রাবাদাকে বোল্ড করে শাহিন শাহ আফ্রিদির সেই চিরচেনা উদযাপন। পাক পেসারের এই উদযাপন যেন পুরো পাকিস্তান দলেরই প্রতীকী উদযাপন। সিরিজের প্রথম টেস্টে টেস্ট চ্যাম্পিয়নশিপের চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকাকে ৯৩ রানে হারিয়েছে পাকিস্তান। এই জয়ে তিন ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিকরা।
প্রথম টেস্ট জিততে চতুর্থ ইনিংসে দক্ষিণ আফ্রিকার প্রয়োজন ছিল ২৭৭ রানের। স্পিন সহায়ক উইকেটে কাজটা মোটেও সহজ ছিল না। বিশেষ করে নোমান আলিকে সামলানো। বাঁহাতি এ স্পিনার প্রথম ইনিংসে নিয়েছিলেন ৬ উইকেট, দ্বিতীয় ইনিংসে নেন আরও ৪টি। তার সঙ্গে যোগ দেন শাহিন শাহ আফ্রিদিও। পাক পেসার নিয়েছেন ৪ উইকেট। সবমিলিয়ে পাক বোলারদের দাপটে দ্বিতীয় ইনিংসে দক্ষিণ আফ্রিকা গুটিয়ে যায় ১৮৩ রানে।
দিনের শুরুতে দক্ষিণ আফ্রিকা ২ উইকেটে ৫১ রানে ছিল। তবে দিনের তৃতীয় বলেই আফ্রিদি ফিরিয়ে দেন প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান টনি ডি জর্জিকে। এর কিছুক্ষণ পরই নোমানের বল খেলতে গিয়ে স্লিপে ধরা পড়েন স্টাবস। ৫৫ রানে ৪ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা দলকে টেনে তোলার চেষ্টা করেন ব্রেভিস।
তবে নোমানের দুর্দান্ত এক ডেলিভারিতে পরাস্ত হন তিনি। হাওয়ায় ভাসানো বলটি লেগ স্টাম্পে পড়ে অফ স্টাম্পে গিয়ে আঘাত করে। বিস্ময়ে তাকিয়ে থাকেন ব্রেভিস। এই উইকেটে দিয়েই ম্যাচে ১০ উইকেট নেওয়ার কীর্তি গড়েন নোমান আলী।
এর আগে, পাকিস্তানের প্রথম ইনিংসের স্কোর ছিল ৩৭৮। তবে দ্বিতীয় ইনিংসে তারা ১৬৭ রানে অলআউট হলে ২৭৭ রানে লক্ষ্য পায় দক্ষিণ আফ্রিকা।
আপনার মতামত লিখুন :