লিওনেল মেসির ২০২৬ বিশ্বকাপ খেলা নিয়ে ভক্তদের কৌতূহলের শেষ নেই। বয়স, ফিটনেস ও সময়ের বিবেচনায় প্রশ্ন উঠছে—আরেকটি বিশ্বকাপে কি দেখা যাবে আর্জেন্টাইন জাদুকরকে? অবশেষে নিজ মুখে জানালেন তার ইচ্ছার কথা।
যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে মেসি বলেন, “বিশ্বকাপে খেলা সব সময়ই অসাধারণ অভিজ্ঞতা। আমি সেখানে থাকতে চাই। তবে সব কিছুই নির্ভর করছে আমার শারীরিক ফিটনেসের ওপর।”
২০২৬ সালের বিশ্বকাপ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায়। এই আসরে আর্জেন্টিনার হয়ে শিরোপা ধরে রাখার অভিযানে দলের সঙ্গে থাকতে চান ৩৮ বছর বয়সী এই ফুটবল তারকা।
মেসি আরও বলেন, “জাতীয় দলের হয়ে খেলা সব সময়ই স্বপ্নের মতো, বিশেষ করে বড় কোনো প্রতিযোগিতায়। আশা করি, সৃষ্টিকর্তা আবারও সেই সুযোগ দেবেন।”
বর্তমানে ইন্টার মায়ামির হয়ে খেলছেন মেসি। ক্লাবটির হয়ে দারুণ ছন্দে আছেন তিনি—সম্প্রতি এমএলএস গোল্ডেন বুট জিতেছেন এবং এমভিপি পুরস্কারের ফাইনালিস্ট হয়েছেন।
এখন তার সব মনোযোগ ইন্টার মায়ামির হয়ে এমএলএস কাপ জেতানোয়। ন্যাশভিলের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে ৩–১ গোলে জিতেছে মায়ামি। আগামী ২ নভেম্বর দ্বিতীয় ম্যাচে জয় পেলে নিশ্চিত হবে তাদের সেমিফাইনাল।
আপনার মতামত লিখুন :