• ঢাকা
  • সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫, ২৮ আশ্বিন ১৪৩২

চলে গেলেন বলিউডের কিংবদন্তি অভিনেত্রী সন্ধ্যা শান্তারাম


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: অক্টোবর ৫, ২০২৫, ০১:১০ পিএম
চলে গেলেন বলিউডের কিংবদন্তি অভিনেত্রী সন্ধ্যা শান্তারাম

বলিউডের প্রখ্যাত অভিনেত্রী সন্ধ্যা শান্তারাম আর নেই। শনিবার (৪ অক্টোবর) মুম্বাইয়ের নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৪ বছর। খবরটি নিশ্চিত করেছে ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই।

সন্ধ্যা ছিলেন বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা ভি. শান্তারামের স্ত্রী। দীর্ঘ অভিনয়জীবনে তিনি হিন্দি ও মারাঠি—দুই ইন্ডাস্ট্রিতেই সমান জনপ্রিয় ছিলেন।

মহারাষ্ট্র সরকারের তথ্যপ্রযুক্তি ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রী অশীষ শেলার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) এক শোকবার্তায় লিখেছেন—

“পিঞ্জরা’র খ্যাতিমান অভিনেত্রী সন্ধ্যা শান্তারামের মৃত্যু অত্যন্ত দুঃখজনক। হিন্দি ও মারাঠি সিনেমায় তার অবদান, বিশেষ করে অভিনয় ও নৃত্যের মধ্য দিয়ে, চিরস্মরণীয় হয়ে থাকবে। ঈশ্বর তার আত্মাকে শান্তি দিন।”

মুম্বাইয়ের শিবাজি পার্কের বৈকুণ্ঠ ধামে তার শেষকৃত্য সম্পন্ন হয়। পরিবারের সদস্য, ঘনিষ্ঠজন ও ভক্তরা উপস্থিত থেকে প্রিয় শিল্পীকে শেষ শ্রদ্ধা জানান।

সন্ধ্যার প্রকৃত নাম ছিল বিজয়া দেশাই। ১৯৫১ সালে ভি. শান্তারামের ছবি ‘অমর ভূপালি’ দিয়ে চলচ্চিত্রে তার অভিষেক ঘটে। পরিচালক শান্তারাম নতুন মুখের সন্ধান করছিলেন, আর সন্ধ্যার কণ্ঠ ও ব্যক্তিত্বে মুগ্ধ হয়ে তাকে বেছে নেন। সেই থেকেই শুরু হয় তার রুপালি পর্দার সোনালি যাত্রা।

অভিনয়, নৃত্য ও গভীর সংলাপ উপস্থাপনার দক্ষতায় দর্শক-মন জয় করে নিয়েছিলেন সন্ধ্যা। তার চলে যাওয়া ভারতীয় চলচ্চিত্র অঙ্গনের এক যুগের অবসান ঘটালো।


Side banner
Link copied!