• ঢাকা
  • শনিবার, ২৩ আগস্ট, ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২

মারা গেছেন ‘থ্রি ইডিয়টস’ অভিনেতা


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: আগস্ট ১৯, ২০২৫, ১২:২৪ পিএম
মারা গেছেন ‘থ্রি ইডিয়টস’ অভিনেতা

মারা গেছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা অচ্যুত পোতদার। ‘থ্রি ইডিয়টস’খ্যাত এই অভিনেতা সোমবার (১৮ আগস্ট) ৯১ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

শারীরিক জটিলতার কারণে ভারতের ঠাণের জুপিটার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। সেখান থেকেই না ফেরার দেশে পাড়ি জমান অভিনেতা। জানা গেছে তার শেষকৃত্য সম্পন্ন হবে মঙ্গলবার।


অভিনয়ের দীর্ঘ চার দশকের ক্যারিয়ারে অচ্যুত পোতদার কাজ করেছেন ১২৫টিরও বেশি হিন্দি ও মারাঠি ছবিতে। সমান দক্ষতায় বাণিজ্যিক থেকে সমালোচকদের প্রশংসিত— দুই ধরনের ছবিতেই অভিনয় করেছেন তিনি।
 তার উল্লেখযোগ্য ছবির মধ্যে রয়েছে আক্রোশ, আলবার্ট পিন্টো কো গুসা কিউঁ আতা হ্যায়, অর্ধসত্য, তেজাব, পরিন্দা, রাজু বন গয়া জেন্টলম্যান, দিলওয়ালে, রঙ্গিলা, বাস্তব, হম সাথ সাথ হ্যায়, পরিণীতা, লাগে রহো মুন্না ভাই, দাবাং ২ এবং ভেন্টিলেটর।
 
২০০৯ সালে মুক্তি পাওয়া রাজকুমার হিরানির থ্রি ইডিয়টস-এ অধ্যাপকের ভূমিকায় তার উপস্থিতি আজও দর্শকের মনে রয়ে গেছে। 
 


Side banner
Link copied!