ইতিহাস গড়ে প্রথমবারের মতো নারী কাবাডি বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ দল। এতে পদকও নিশ্চিত হয়েছে স্বাগতিকদের।
শনিবার (২২ নভেম্বর) মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে থাইল্যান্ডকে ৪০-৩১ পয়েন্টে হারিয়েছে মালেকা পারভীনের দল।
প্রথমার্ধে সমানে সমান লড়াই হয় দুই দলের মধ্যে। স্বাগতিকরা এগিয়ে ছিল ১৪-১২ পয়েন্টে। তবে দ্বিতীয়ার্ধে আর বাংলাদেশের মেয়েদের সঙ্গে পেরে উঠেনি অতিথিরা।
সুপার ওভারে ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ
এর আগে নিজেদের উদ্বোধনী ম্যাচে উগান্ডাকে ৪২-২২ পয়েন্টে হারিয়ে আসর শুরু করে স্বাগতিকরা। দ্বিতীয় ম্যাচে জার্মানিকে ৫৭-২৭ পয়েন্টে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নেয় তারা।
তৃতীয় ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন ভারতের কাছে ১৮-৪৩ পয়েন্টে হেরে প্রথমবারের মতো পরাজয়ের স্বাদ নিতে হয়। তিন ম্যাচ শেষে রূপালী আক্তারের নেতৃত্বাধীন দলটির সংগ্রহ ছিল ৪ পয়েন্ট। সমান পয়েন্ট ছিল থাই মেয়েদেরও।
আপনার মতামত লিখুন :