
বাংলা সিনেমার কিংবদন্তি নায়ক সালমান শাহ’র মৃত্যুর তিন দশক পার হলেও শেষ হয়নি বিতর্ক। মৃত্যুর রহস্য উদ্ঘাটন ও হত্যার বিচার দাবিতে সোমবার (২০ অক্টোবর) রাজধানীর মহানগর দায়রা জজ কোর্টের সামনে মানববন্ধন করেছেন সালমান ভক্তরা।
সকাল থেকেই অর্ধশতাধিক ভক্ত ব্যানার হাতে জড়ো হয়ে স্লোগান দেন— “সালমান শাহ হত্যার বিচার চাই”। তাদের দাবি, সালমান শাহ আত্মহত্যা করেননি; এটি ছিল পরিকল্পিত হত্যাকাণ্ড। মামলাটি পুনঃতদন্ত করে হত্যাকাণ্ড হিসেবে বিচার শুরুর আহ্বান জানান তারা।
মানববন্ধনে বক্তারা বলেন, “সালমান শাহ শুধু একজন নায়ক নন, তিনি এক প্রজন্মের প্রেরণা। অথচ মৃত্যুর প্রায় ৩০ বছরেও তার প্রকৃত মৃত্যুর কারণ প্রকাশ পায়নি।”
১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মাত্র ২৫ বছর বয়সে রহস্যজনকভাবে মারা যান সালমান শাহ। মৃত্যুর পরপরই এটি আত্মহত্যা হিসেবে চিহ্নিত হলেও তার পরিবার ও ভক্তরা বরাবরই হত্যার অভিযোগ করে আসছেন। বর্তমানে মামলাটি পুনঃতদন্তের দাবিতে আদালতে রিভিশন মামলা চলমান রয়েছে।
ভক্তরা সরকারের হস্তক্ষেপ ও নতুন করে তদন্ত শুরুর দাবি জানিয়ে বলেন, “প্রিয় নায়কের মৃত্যুর ন্যায্য বিচারই হবে আমাদের প্রাপ্তি।”
আপনার মতামত লিখুন :