• ঢাকা
  • বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫, ৬ অগ্রাহায়ণ ১৪৩২

মুশফিক-লিটনের শতকে ৪৭৬ রানে থামল বাংলাদেশ


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: নভেম্বর ২০, ২০২৫, ০৪:১৩ পিএম
মুশফিক-লিটনের শতকে ৪৭৬ রানে থামল বাংলাদেশ

আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে মুশফিক-লিটনের শতকে ভর করে ৪৭৬ রান করেছে বাংলাদেশ। মির্ডল অর্ডারের ব্যাটারদের দৃঢ়তায় একপর্যায়ে মনে হচ্ছিল টাইগাররা পাঁচ শতাধিক রান করবে। তবে শেষদিকের ব্যাটাররা প্রত্যাশা অনুযায়ী রান করতে ব্যর্থ হওয়ার ৫০০ রান স্পর্শ করা হয়নি স্বাগতিকদের।

এই ইনিংসে প্রথমবারের মতো চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ উইকেটে শতরানের জুটি গড়েছে বাংলাদেশ। টেস্ট ইতিহাসে এমন ঘটনা ঘটেছে মাত্র তিনবার। এ ছাড়া তৃতীয়বার এক ইনিংসে তিনটি শতরানের জুটি গড়েছে বাংলাদেশ। চতুর্থ উইকেট জুটিতে মুশফিক-মুমিনুল, পঞ্চম উইকেটে মুশফিক-লিটন, ষষ্ঠ উইকেটে লিটন-মিরাজ শতরানের জুটি গড়েছেন।

দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ১২৮ রান করেন লিটন দাস। শততম টেস্টে শতকের দেখা পান মুশফিকও। ২১৪ বলে ১০৬ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। আয়ারল্যান্ডের পক্ষে সর্বোচ্চ ৬ উইকেট নেন ম্যাকব্রাইন।

দ্বিতীয় দিনের শুরুতেই শতকের দেখা পেয়ে যান ১ রান দূরে থাকা মুশফিক। শততম টেস্টে সেঞ্চুরি করে ১০৬ রানে আউট হন তিনি। আর তাতে লিটনের সঙ্গে গড়া ১০৮ রানের জুটি ভেঙে যায়। ৩১০ রানে পতন হয় পঞ্চম উইকেটের। মুশফিক ফিরলেও থেমে যাননি লিটন। তুলে নেন ক্যারিয়ারের পঞ্চম শতক। আউট হওয়ার আগে খেলেন ১২৮ রানের দুর্দান্ত এক ইনিংস।


মিরাজের সঙ্গেও শতরানের জুটি গড়েন লিটন। ১৩৩ রানের জুটিতে মিরাজের অবদান ৪৭। গ্যাভিনের বলে উইকেট বিলিয়ে দিয়ে মিরাজ ফিরলে ভাঙে সেই জুটি। এরপর হয় ছন্দপতন। ৪ বলের ব্যবধানে মিরাজ-লিটন দুজনই ফেরত যান সাজঘরে। হোয়েকে সুইপ করতে গিয়ে টপ এজে স্লিপে পল স্টার্লিংকে ক্যাচ দেন লিটন। ৮ চার ও ২ ছক্কায় ১২৮ রানের ইনিংস খেলেন তিনি।

লিটন-মিরাজের বিদায়ে উইকেটে আসেন তাইজুল ইসলাম ও হাসান মুরাদ। দুজনই বোলার হওয়ায়, খুববেশি আর আশা করার ছিল না। হোয়ের বলে ৪ রান করে বোল্ড হন তাইজুল। এবাদত ১৮ ও হাসান মুরাদ করেন ১১ রান। এর আগে, প্রথম দিন ৪ উইকেটে ২৯২ রান নিয়ে দিনের খেলা শেষ করে স্বাগতিকরা। মুশফিকুর রহিম ৯৯ ও লিটন অপরাজিত ছিলেন ৪৭ রানে।


Side banner
Link copied!