• ঢাকা
  • সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫, ২৮ আশ্বিন ১৪৩২

বিসিবি নির্বাচনের ভোটগ্রহণ চলছে, ৪৮ ক্লাবের বর্জন


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: অক্টোবর ৬, ২০২৫, ১১:২৪ এএম
বিসিবি নির্বাচনের ভোটগ্রহণ চলছে, ৪৮ ক্লাবের বর্জন

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনের ভোটগ্রহণ চলছে রাজধানীর সোনারগাঁও হোটেলে। সকাল ১০টায় শুরু হওয়া ভোট চলবে বিকেল ৪টা পর্যন্ত। মোট ১৯১ জন কাউন্সিলর থাকলেও ৪৮টি ক্লাব আগেই ভোট বর্জনের ঘোষণা দিয়েছে।

ক্লাব ক্যাটাগরিতে ১৬ প্রার্থীর মধ্য থেকে নির্বাচিত হবেন ১২ পরিচালক। তবে প্রার্থী ফায়জুর রহমান ভূইয়া শেষ মুহূর্তে ভোট বর্জন করেছেন। সাবেক অধিনায়ক তামিম ইকবালও মনোনয়নপত্র প্রত্যাহার করে নির্বাচনের বাইরে রয়েছেন।

এর মধ্যে ই-ব্যালটে ভোট দিয়েছেন ৫৮ কাউন্সিলর, আর সরাসরি ভোট দিচ্ছেন ৯৮ জন। ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্বাচিত হচ্ছেন প্রার্থীরা। রাজশাহী ও রংপুর বিভাগে হচ্ছে সরাসরি ভোট।

ভোট পেছাতে গতকাল ঢাকা ক্রিকেট ক্লাব অর্গানাইজারস প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে স্মারক লিপি দিয়েছে ৪৮ ক্লাব। তাদের অভিযোগ, কাউন্সিলরশিপে ক্রীড়া মন্ত্রণালয়ের হস্তক্ষেপে প্রক্রিয়াটি বিতর্কিত হয়েছে এবং কয়েকটি ক্লাবের অনুমতি শেষ মুহূর্তে বাতিল করা হয়েছে।


Side banner
Link copied!