• ঢাকা
  • বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫, ৩০ আশ্বিন ১৪৩২

অভিনেতা পঙ্কজ মারা গেছেন


FavIcon
বিনোদন ডেস্ক:
প্রকাশিত: অক্টোবর ১৫, ২০২৫, ০৪:১৫ পিএম
অভিনেতা পঙ্কজ মারা গেছেন

না ফেরার দেশে পাড়ি জমালেন ‘মহাভারত’-এর কর্ণ চরিত্রে অভিনয় করা জনপ্রিয় অভিনেতা পঙ্কজ ধীর। মরণব্যাধি ক্যানসারের আক্রান্ত ছিলেন অভিনেতা।

তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে ভারতের ‘সিনে অ্যান্ড টিভি আর্টিস্টস অ্যাসোসিয়েশন’। আজ বুধবার (১৫ আগস্ট) তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন থেকে জানা যায়, দীর্ঘদিন ধরেই ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন পঙ্কজ। ধীরে ধীরে সেরেও উঠছিলেন।
 
মাস কয়েক আগে হঠাৎই আবার অসুস্থ হয়ে পড়েন পঙ্কজ। শারীরিক অবস্থার অবনতি হলে অভিনেতার একটি অস্ত্রোপচারও করা হয়েছিল। তবে শেষ পর্যন্ত চিকিৎসকের সব প্রচেষ্টাকে ব্যর্থ করে দেন অভিনেতা।
 
তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ভারতীয় শোবিজ অঙ্গনে। পরিবার সূত্রে জানা যায়, আজ বিকেলেই সাড়ে ৪টায় (বাংলাদেশ সময় ৫টা) মুম্বাইয়ে শেষকৃত্য সম্পন্ন হবে তার।
 

দীর্ঘ সময়ের ক্যারিয়ারে পঙ্কজ ধীর হিন্দি সিরিয়াল ও ওয়েবে সিরিজে অভিনয় করেছেন। দুটি সিনেমাও পরিচালনা করেছেন।
 

তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘সোলজার’, ‘জমিন’, ‘আন্দাজ’, ‘টারজান: দ্য ওয়ান্ডার কার’ ইত্যাদি। ২০২৪ সালে ‘ধ্রুবতারা’ নামে একটি সিরিয়ালে সর্বশেষ দেখা গিয়েছিল এ অভিনেতাকে।   


Side banner
Link copied!