• ঢাকা
  • সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫, ২৮ আশ্বিন ১৪৩২

বাংলাদেশের ৭ ক্রিকেটারকে সুখবর দিলো আইসিসি


FavIcon
স্পোর্টস ডেস্ক:
প্রকাশিত: অক্টোবর ৮, ২০২৫, ০৭:০৩ পিএম
বাংলাদেশের ৭ ক্রিকেটারকে সুখবর দিলো আইসিসি

বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের জন্য এল দারুণ এক সুখবর। ৮ অক্টোবর প্রকাশিত আইসিসির সর্বশেষ টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে একাধিক বাংলাদেশি ক্রিকেটারের উন্নতি হয়েছে।

গত আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স দেখানো নাসুম আহমেদ দারুণ সাফল্য পেয়েছেন। তিনি বোলারদের র‍্যাঙ্কিংয়ে ৮৭ ধাপ এগিয়ে প্রথমবারের মতো শীর্ষ ১০০-র মধ্যে জায়গা করে নিয়েছেন। এখন তার অবস্থান ৪৪তম, রেটিং পয়েন্ট ৫২৫।

এছাড়া, বোলারদের তালিকায় আরো উন্নতি হয়েছে তানজিম হাসান সাকিবের। তিনি ৯ ধাপ এগিয়ে বর্তমানে ৩৩ নম্বরে রয়েছেন। শরিফুল ইসলাম ২১ ধাপ উন্নতি করে যৌথভাবে ৪৯তম স্থানে পৌঁছেছেন। বাংলাদেশের সেরা অবস্থানে রয়েছেন মুস্তাফিজুর রহমান, যিনি বোলারদের মধ্যে ১২তম স্থানে আছেন।

ব্যাটসম্যানদের তালিকাতেও পাওয়া গেছে সুখবর। সাইফ হাসান ১৭ ধাপ এগিয়ে ১৮তম স্থানে উঠেছেন। তানজিদ তামিম ৬ ধাপ এগিয়ে ৩৭তম স্থানে অবস্থান করছেন। আরও ভালো খবর, পারভেজ ইমন ও শামীম পাটোয়ারীও তাদের স্থান উন্নত করেছেন। তারা যথাক্রমে ১৮ ও ৮ ধাপ এগিয়ে ৫৩তম ও ৯১তম স্থানে রয়েছেন।

বর্তমান টি-টোয়েন্টি ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষে রয়েছেন ভারতের অভিষেক শর্মা, আর বোলারদের তালিকায় সবার উপরে আছেন ভারতের ভারুন চক্রবর্তী। আফগানিস্তানের সেরা লেগ স্পিনার রাশিদ খান ৬ উইকেট নিয়ে ৬ ধাপ উন্নতি করে বর্তমানে দ্বিতীয় স্থানে রয়েছেন।

টি-টোয়েন্টি অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে পাকিস্তানের সাইম আইয়ুব এক ধাপ এগিয়ে শীর্ষস্থানে পুনরায় অধিকার করেছেন।

এই সাফল্যগুলো বাংলাদেশের ক্রিকেটে নতুন আশা এবং উদ্দীপনা নিয়ে এসেছে।


Side banner
Link copied!