• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মাধবপুরের ৩ বিদ্যালয়ের সকল শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ


FavIcon
মোঃ রহমত আলী, হবিগঞ্জঃ
প্রকাশিত: এপ্রিল ২৬, ২০২২, ০৯:০৮ পিএম
মাধবপুরের ৩ বিদ্যালয়ের সকল শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ
মাধবপুরের ৩ বিদ্যালয়ের সকল শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ

হবিগঞ্জ মাধবপুর উপজেলার তিনটি প্রাথমিক বিদ্যালয়ের কারণ দর্শানোর নোটিশ দিলেন শিক্ষ অফিসার। তিনি পরিদর্শন করে শিক্ষকদের অনুপস্থিতি সহ বেশ কিছু অনিয়মের অভিযোগে এসব বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ সকল শিক্ষককে কারন দর্শানো নোটিশ দেন। মঙ্গলবার (২৬ এপ্রিল) উপজেলা শিক্ষা অফিসার স্বাক্ষরিত এক চিঠিতে আগামী ১ সপ্তাহের মধ্যে সংস্লিষ্টদের কারণ দর্শাতে বলা হয়েছে।চিঠিতে বলা হয়,গত ২১ এপ্রিল উপজেলা শিক্ষা অফিসার মোঃ ছিদ্দিকুর রহমান নিয়মিত পরিদর্শনের অংশ হিসাবে কয়েকটি বিদ্যালয়ে গিয়ে শিক্ষকদের অনুপস্থিতিসহ বেশকিছু অনিয়ম দেখতে পান।সকাল ৯ টা ৪০ মিনিটে হরিতলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে বিদ্যালয়টি তালাবদ্ধ দেখতে পান। বিদ্যালয়ে অবস্থানরত শিক্ষার্থীরা শিক্ষা অফিসারকে জানায় শিক্ষকরা নিয়মিত এভাবেই বিদ্যালয়ে আসেন।সকাল ১০ টা ৫ মিনিটে বাঘাসুরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে সব শিক্ষককে অফিসে বসে থাকতে দেখেন। নিয়ম অনুযায়ী এসময় তাদের ক্লাশ পরিচালনা করার কথা। সকাল সাড়ে ১০ টায় পশ্চিম বাঘাসুরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে  ৫ জন শিক্ষকের মধ্যে ২ জনকে উপস্থিত দেখতে পান। একজন শিক্ষক পরিদর্শক যাওয়ার কিছু পরে বিদ্যালয়ে আসেন।

সময় বিদ্যালয়টি যথেষ্ট নোংরা অবস্থায় দেখতে পান উপজেলা শিক্ষা অফিসার মোঃ ছিদ্দিকুর রহমান। জাতীয় পতাকাও টানানো হয়নি তখন পর্যন্ত। শ্রেণী কার্যক্রম শুরুর কোনো আলামত দেখা যায় নি। বেলা ১২ টা ২০ মিনিটে শিক্ষা অফিসার পুনরায় বিদ্যালয়টিতে গিয়ে কোনো শিক্ষককেই শ্রেণীকক্ষে দেখতে পাননি।

উপরোল্লিখিত কারনে সংস্লিষ্ট বিদ্যালয়গুলোর সকল শিক্ষককে কারন দর্শানোর নোটিশ দিয়ে আগামী ১ সপ্তাহের মধ্যে কারন দর্শাতে বলা হয়েছে।উপজেলা শিক্ষা অফিসার মোঃ ছিদ্দিকুর রহমান কারন দর্শানো নোটিশ ইস্যুর বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন,প্রাথমিক শিক্ষার গুনগত মানোন্নয়নে এ ধরনের কার্যক্রম শিক্ষা অফিসের নিয়মিত কাজেরই অংশ।


Side banner
Link copied!