• ঢাকা
  • মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

তাড়াশে ভূমিহীন গৃহহীন আশ্রয়ণ প্রকল্পের আওতায় ৪র্থ পর্যায়ে ১৯টি পরিবারকে ঘর উপহার


FavIcon
কাওছার আহমেদ , সিরাজগঞ্জ :
প্রকাশিত: মার্চ ২২, ২০২৩, ০৬:০৩ পিএম
তাড়াশে ভূমিহীন গৃহহীন আশ্রয়ণ প্রকল্পের আওতায় ৪র্থ পর্যায়ে ১৯টি পরিবারকে ঘর উপহার
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কতৃক ভূমিহীন-গৃহহীন আশ্রয়ণ প্রকল্পের আওতায় ৪র্থ পর্যায়ে ১৯টি পরিবারকে উপহার হিসেবে বিনা মূল্যে দুই শতক জমিসহ আধা-পাকা ঘর হস্তান্তর করা হয়েছে। বুধবার (২২ মার্চ) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে চতুর্থ দফায় এসব ঘর হস্তান্তরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পরে উপজেলা পরিষদ মিলায়তনে তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার মো: মেজবাউল করিম ১৯টি ভুমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে জমির দলিল ও গৃহ হস্তান্তর করেন। এ সময় উপস্থিত ছিলেন, তাড়াশ উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সঞ্জিত কর্মকার, উপজেলা ভাইসচেয়ারম্যান আনোয়ার হোসেন খান, নারী ভাইসচেয়ারম্যান প্রভাষক মর্জিনা ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আরশেদুল ইসলাম,উপজেলা সহকারী কমিশনার (ভুমি) নুরী তাসনিম উর্মি, উপজেলা কৃষি অফিসার আব্দুল্লাহ আল মামুন, তাড়াশ থানার অফিসার ইনচার্জ মো: শহিদুল ইসলাম, বারুহাস ইউপি চেয়ারম্যান ময়নুল হক, দেশীগ্রাম ইউপি চেয়ারম্যান জ্ঞানেন্দ্রনাথ বসাক ও মাগুড়া বিনোদ ইউপি চেয়ারম্যান মেহেদী হাসান ম্যাগনেট প্রমুখ।


Side banner
Link copied!