• ঢাকা
  • রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

নড়িয়া- ২ আসনে ঈগল সুনামির আঘাতে নৌকা ডোবার উপক্রম


FavIcon
নুরুজ্জামান শেখ, শরীয়তপুরঃ
প্রকাশিত: ডিসেম্বর ৩০, ২০২৩, ০৪:১২ পিএম
নড়িয়া- ২ আসনে ঈগল সুনামির আঘাতে নৌকা ডোবার উপক্রম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জননেত্রী শেখ হাসিনার নির্দেশ ক্রমে নির্বাচনকে গ্রহণযোগ্যতার লক্ষ্যে শরীয়তপুর নড়িয়া- ২ আসনে ডাক্তার খালেদ শওকত আলী স্বতন্ত্র  প্রার্থী হিসেবে ঈগল প্রতীক নিয়ে বর্তমান পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীমের নৌকা প্রতীকের সাথে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ডাক্তার খালেদ শওকত আলী হচ্ছেন বাংলার বীর শ্রেষ্ঠ সন্তান আগরতলা ষড়যন্ত্র মামলার অন্যতম আসামি জাতির জনক বঙ্গবন্ধুর অন্যতম ঘনিষ্ঠ সহচর একা দ্বারে ৬ বারের সংসদ সদস্য ডেপুটি স্পিকার প্রয়াত কর্নেল (অব:) শওকত আলী এর সুযোগ্য সন্তান । স্বতন্ত্র প্রার্থী ডাক্তার খালেদ শওকত আলী বর্তমানে বাংলাদেশ যুবলীগের অন্যতম প্রেসিডিয়াম সদস্য।সরজমিন ঘুরে জন জরিবে জানা যায় নড়িয়া উপজেলাবাসীর ৭০ ভাগ মানুষ স্বতন্ত্র প্রার্থীর ঈগল প্রতীকের সমর্থক।ঈগল প্রতীকের সমর্থক ও ভালোবাসা দেখে ক্ষমতাসীন দলের নৌকা প্রতীকের সমর্থকদের মধ্যে ভয় এবং আতঙ্ক বিরাজ করছে।ক্ষমতাসীন দলের নৌকা প্রার্থী বর্তমান পানির সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম জনপ্রশাসনের ক্ষমতার বলে জেল জুলুম মামলা হামলার ভয় দেখিয়ে ঈগল প্রতীকের সমর্থকদের কোণঠাসা করার চেষ্টা চালাচ্ছে।
স্বতন্ত্র প্রার্থী ডাক্তার খালেদ শওকত আলী প্রতীক ঈগল এখন সুনামির রূপ নিয়েছে। সুনামির ভয়ংকর রূপে ঈগলের ছোবলে ক্ষমতাসীন দলের মনোনীত পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম এর নৌকা সুনামির ভয়ংকর ঢেউয়ের আঘাতে অতল গভীরে তলিয়ে  যাবে না ভাসবে তা এখন ভাবনার বিষয় হয়ে দাঁড়িয়েছে।শরীয়তপুর নড়িয়া উপজেলা জনসাধারণের একটাই দাবি ভোট যেন সুস্থ হয়।পেশি শক্তি খাটিয়ে ভোট যেন কেউ না কাটতে পারে।আমরা সাধারণ মানুষ যেন নির্ভয়ে নির্বিঘ্নে ভোটকেন্দ্রে গিয়ে সুস্থ পরিবেশে ভোট দিতে পারি।সুস্থ পরিবেশটাই সৃষ্টিকরতে হবে।নড়িয়ায় সুশীল সমাজের একটাই চাওয়া পুলিশ প্রশাসন ও জেলা নির্বাচন কমিশনার ৭ই জানুয়ারি ভোটকেন্দ্রে ভোট দেওয়ার সুস্থ পরিবেশ রাখে।তাহলে একটি নীরব বিপ্লব ঘটবে। 


Side banner
Link copied!