• ঢাকা
  • রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

পৌরসভার ৭ নং ওয়ার্ডে ইকবাল হোসেন অপুর নির্বাচনী উঠান বৈঠক


FavIcon
নুরুজ্জামান শেখ, শরীয়তপুরঃ
প্রকাশিত: জানুয়ারি ৩, ২০২৪, ০৭:৫৮ পিএম
পৌরসভার ৭ নং ওয়ার্ডে ইকবাল হোসেন অপুর নির্বাচনী উঠান বৈঠক
ছবি: সংগৃহীত

 আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পালং জাজিরার মাটি ও মানুষের প্রাণ প্রিয় নেতা,  শেখ হাসিনার বিশ্বস্ত ও আস্থাবাজন কর্মী ইকবাল হোসেন অপু, জননেত্রীর মনোনীত পালং জাজিরার ১ আসনের নৌকার প্রার্থী হিসেবে দ্বিতীয় বারের মত পরিচিতি  লাভ করেছে।২০২৪ সালের ৭ জানুয়ারি সারা দেশের ন্যায় পালং জাজিরা- ১ আসনের নৌকার মাঝি  ইকবাল হোসেন অপু পালং জাজিরার বিভিন্ন স্থানে পথসভা উঠান বৈঠক  এর মাধ্যমে ভোটারদেরকে ভোট দেওয়ার উদ্বুদ্ধ   করেন। ৭  জানুয়ারির নির্বাচনকে সামনে রেখে সদর পৌরসভার ৭ নং ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি আজিজ বেপারী  ও সাধারণ সম্পাদক আলমগীর  ঢালী বর্তমান পৌর কমিশনার  আমির শিকদার  ভোটারদের ভোট দেওয়ার জন্য পথসভা ও উঠান বৈঠক এর আয়োজন করেন।২ জানুয়ারি মঙ্গলবার রাত সাড়ে আট ঘটিকার সময়   সদর পৌরসভার ৭ নং ওয়ার্ডের ধানুকা গ্রামের কলোনি মাঠে ভোটারদেরকে নৌকা মার্কায় ভোট দেওয়ার জন্য ভোটারদের কে নিয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।উঠান বৈঠক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পালং  জাজিরা ১ আসনে নৌকার প্রার্থী ইকবাল হোসেন অপু।এ সময় উঠান বৈঠক অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সদর  পৌরসভার মেয়র অ্যাডভোকেট পারভেজ রহমান জন, যুবসমাজের আইকন প্যানেল মেয়র বাচ্চু বেপারী, জেলা আওয়ামীলীগ নেতা  অ্যাডভোকেট আলমগীর মুন্সী,জেলা পরিষদের সাবেক সদস্য  উজ্জল আকন্দ,জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তাইজুল সরকার,উপজেলা আওয়ামী লীগ বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোহাম্মদ মজিবুর রহমান মাদবর,বীর মুক্তিযোদ্ধা জেলা ডেপুটি কমান্ডার আব্দুর রাজ্জাক সরদার,   শ্রমিকলীগের সভাপতি হায়দার সিকদার,সাধারণ সম্পাদক বাদশা মিয়া,জেলা শ্রমিকলীগের সদস্য সুজন দাস,  জেলা যুব মহিলা লীগের আহবায়ক আসমা আক্তার,যুগ্ম আহ্বায়ক চন্দনা দে,জেলা যুগ্ন আহবায় পান্না খান সহ ওয়ার্ড আওয়ামী লীগ যুবলীগ  ছাত্রলীগ কৃষকলীগ,স্বেচ্ছাসেবকলীগ, শ্রমিক লীগ সহ বিভিন্ন নেতাকর্মীবৃন্দ।  

নৌকার প্রার্থী ইকবাল হোসেন অপু উঠান বৈঠক অনুষ্ঠানে পৌরসভার ৭ নং ওয়ার্ড বাসিকে উদ্দেশ্য করে তার গুরুত্বপূর্ণ বক্তব্যে বলেন,আমাদের পদ্মার এপার দক্ষিণ  অঞ্চলের মানুষের জন্য  আওয়ামী লীগ সরকার এবং জননেত্রী শেখ হাসিনার কোনো বিকল্প নেই।এখানে উপস্থিত সকল মা- বোন ও যুবক ভাইদের প্রতি  আমার অনুরোধ থাকবে আপনাদের মা -বোন,চাচা-চাচি, খালা -খালু  দাদা- দাদি,নানা- নানি এবং প্রতিবেশীও আত্মীয়স্বজনদের বুঝিয়ে আগামী ৭ জানুয়ারি  সকালবেলা ভোট দেওয়ার জন্য ভোটকেন্দ্রে নিয়ে যাবেন।তাহলে দেশ ও জাতি এগিয়ে যাবে দেশের উন্নয়ন অবিরাম ভাবে চলবে।সার্বিক সঞ্চালনায় ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ আমির হোসেন সিকদার সহ যুবসমাজ ।     


Side banner
Link copied!