• ঢাকা
  • রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

শরীয়তপুরে চাঞ্চল্যকর হত্যা মামলার পাঁচ আসামির ফাঁসির আদেশ


FavIcon
নুরুজ্জামান শেখ, শরীয়তপুরঃ
প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০২৪, ০৫:০৬ পিএম
শরীয়তপুরে চাঞ্চল্যকর হত্যা মামলার পাঁচ আসামির ফাঁসির আদেশ
ছবি - সংগৃহীত

শরীয়তপুরে চাঞ্চল্যকর নারী হত্যা মামলার ৫ আসামির ফাঁসির আদেশ দিলেন শরীয়তপুর  নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদাল।
দীর্ঘ বছর পর গত ১৬ জানুয়ারি ২০২৪ মঙ্গলবার দুপুর সাড়ে বারোটার দিকে শরীয়তপুর নারী শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল আদালত ডামুড্ডা এর সহকারি  বিচারক  মোহাম্মদ সোহেল আহমেদ চঞ্চল্যকর হত্যা মামলার পাঁচ আসামির বিরুদ্ধে ফাঁসির আদেশ দেন।ফাঁসির আদেশের আসামিরা  হলেন, ডামুড্ডা উপজেলার কনেশ্বর  ইউনিয়নের ছাতিয়ানি গ্রামের স্থায়ী বাসিন্দা ১)ভ্যানচালক নিজাম বালি(৪৫),২)ওমর ফারুক(৩০),৩)মোহাম্মদ আলী(২৬),৪)ইব্রাহিম মোল্লা(৩২),৫)আল আমিন(২৫)।বিচারকের ফাঁসির আদেশে ওই ভুক্তভোগী পরিবারের সদস্যরা সন্তুষ্ট প্রকাশ করেন।আসামি পক্ষে উকিল গণমাধ্যমকে জানান, বিচারকের এমন আদেশে আসামিরা সঠিক  বিচার পাইনি।বিচারকের আদেশের বিরুদ্ধে আসামির পক্ষ থেকে আমরা উচ্চ আদালতে আপিল করব।
মামলা সূত্রে জানা যায়, গত ১৮ এপ্রিল ২০১৯ বিকেল পাঁচটার দিকে ফাঁসির আদেশের আসামিরা নারী ফিরোজা বেগম(৫৫) কে অপহরণ করে নির্জন স্থানে নিয়ে যায়।ওই রাতে ওই নারীকে আসামিরা গণধর্ষণ করে পরবর্তীতে হত্যা করে।ওই নারীর মৃতদেহকে গুম করার জন্য আসামিরা পূর্ব ডামুড্ডার  বড় নওগাঁ এলাকার  আব্দুর রহমান হাওলাদার(মাস্টার) বাড়ির পূর্ব পাশে একটি পরিত্যক্ত ডোবায় ফেলে রাখে। ২১ এপ্রিল ২০১৯ স্থানীয়রা ওই নারীর মৃতদেহকে দেখতে পেয়ে ডামুড্ডা  থানায় অবগত করলে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্ত করে পোস্টমর্টেমের জন্য শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে পাঠান।থানায় মামলা না নেওয়ায় মৃত ফিরোজা বেগমের ভাই লাল মিয়া সরদার বাদী হয়ে শরীয়তপুর জেলা জজ কোর্ট নারী শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল (ডামুড্ডা) আদালতে একটি হত্যা  মামলা দায়ের করেন।যাহার সি আর মামলা নং-২২২/২০  ।        
                   
 


Side banner
Link copied!