• ঢাকা
  • সোমবার, ২০ মে, ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১

সিরাজগঞ্জের চরঅঞ্চলের ৩ হাজার নারীদের আর্থ সামাজিক উন্নয়নে অবহিতকরণ সভা


FavIcon
জহুরুল ইসলাম:
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৩, ২০২৪, ০২:১৮ পিএম
সিরাজগঞ্জের চরঅঞ্চলের ৩ হাজার নারীদের আর্থ সামাজিক  উন্নয়নে অবহিতকরণ সভা
ছবিঃ সংগৃহীত

সিরাজগঞ্জ জেলার চর অঞ্চলের অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে দুর্বল নারীদের আর্থ সামাজিক অবস্থার উন্নয়ন করার লক্ষ্যে রুরাল এডভাইজরী ফর উইমেন এম্পাওয়ারমেন্ট আরএএসডব্লিউই প্রকল্পের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে শহীদ এ,কে শামসুদ্দিন সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায় এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন -স্থানীয় সরকারের উপপরিচালক মোহাম্মদ তোফাজ্জল হোসেন। অবহিত কর্মশালায় বক্তারা বলেন,সিরাজগঞ্জ সদর উপজেলার ৪টি ইউনিয়নে রতনকান্দি, ছোনগাছা, খোকশাবাড়ি ও কালিয়াহরিপুর ইউনিয়নের চর অঞ্চলের ৩ হাজার নারীদের কৃষি, স্বাস্থ্য,শিক্ষা ও প্রাণী বিভাগের মাধ্যমে  আর্থ সামাজিক অবস্থার উন্নয়ন কল্পে কাজ করবে। নারীদের কৃষিখাতে আরো সম্পৃক্ত করার জন্য প্রশিক্ষণ, উদ্দ্যোক্তা সৃষ্টি ও পণ্য বাজারজাত করণে বিশেষ ভুমিকা রাখবে। বেসরকারী এনজিও এফআইভিডিবি উত্তরণ এর যৌথ উদ্যেগে অবহিতকরণ সভায় বক্তব্য রাখেন, ডাব্লুএইচএইচ এর সাউথ আমেরিকা ও এশিয়ার নিউটেশন বিষয়ক পরামর্শক ড. তামান্না ফেরদৌস, সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক  মো. মনিরুল ইসলাম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আলমগীর হোসেন, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক শরিফুল ইসলাম, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক কানিজ ফাতেমা, ডাব্লুএইচএইচ এর এগ্রিকালচার ইকোনমিক স্পেশালিষ্ট ড. ফাতেমা নাসরিন জাহান, প্রজেক্ট ম্যানেজার মো.মামুনুর রশিদ,। এসময় উত্তরনের কো অর্ডিনেটর ফাতেমা হালিমা, প্রজেক্ট ম্যানেজার মো. ইকবাল হোসেন, এ্যাডভোকেসি কো অর্ডিনেটর মো. শহিদুল ইসলাম, এফআইভিডিবি‘র কো অর্ডিনেটর ফাহিম সারোয়ার, প্রকল্প সমন্বয়কারী মো.নুরুল ইসলাম, এনডিপি‘র উপপরিচালক কাজী মাসুদুজ্জামান সহ বিভিন্ন এনজিও ও ব্যবসায়ী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
|
 


Side banner
Link copied!