• ঢাকা
  • সোমবার, ২০ মে, ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১

সিরাজগঞ্জের মাদ্রাসার অবৈধ কমিটি গঠনে কার্যক্রম বন্ধসহ তদন্তের দাবী


FavIcon
নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৯, ২০২৪, ০৭:৩২ পিএম
সিরাজগঞ্জের মাদ্রাসার অবৈধ কমিটি গঠনে কার্যক্রম বন্ধসহ তদন্তের দাবী

সিরাজগঞ্জ সদর উপজেলার হরিণাহাটা মহিলা দাখিল মাদ্রাসার অবৈধ ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত করণের কার্যক্রম বন্ধসহ তদন্তের দাবী জানানো হয়েছে। এ নতুন কমিটির নির্বাচিত নতুন সদস্য ও ভোটার তালিকাসহ অনান্য বিষয়ে ব্যাপক অনিয়ম ও দূর্ণীতির অভিযোগ রয়েছে। এ অভিযোগ করেছেন ওই মাদ্রাসার সাবেক সভাপতি ও ওই মাদ্রাসা প্রতিষ্ঠাতা সদস্য হারুনুর রশিদ ওরফে হারেজ মাস্টার (অবঃ প্রধান শিক্ষক)। রোববার দুপুরে এ লিখিত অভিযোগ সিরাজগঞ্জ জেলা প্রশাসকসহ মাদ্রাসাশিক্ষা বিভিাগের বিভিন্ন দপ্তরে প্রেরণ করা হয়েছে এবং সিরাজগঞ্জ-১ আসনের নির্বাচিত এমপি প্রকৌশলী তানভীর শাকিল জয় বরাবর এ অভিযোগ পাঠানো হয়েছে।
অভিযোগে প্রকাশ, উক্ত মাদ্রাসার ম্যানেজিং কমিটির মেয়াদ শেষ হওয়ার মুহূর্তে কমিটির সভাপতি মঞ্জুরুল ইসলাম ও কমিটির সদস্য সচিব সুপার ফরিদুল ইসলামসহ অনান্যদের যোগসাজসে বিশেষ গোপনে পুনরায় নতুন কমিটির সদস্য নির্বাচিত করেন। এ নির্বাচিত সদস্যর বিষয়ে আমিসহ গ্রামবাসীর কেউ জানেনা কোথায় কিভাবে সদস্য নির্বাচিত হয়েছে এবং দাতা সদস্য বাদ রেখে কবে কোথায় এ কমিটিরসদস্য নির্বাচিত করা হয়েছে সে বিষয়েও জানা যায়নি। এমনকি অত্র গ্রামের কোন ছাত্রীর অভিবাবককে এ ম্যানেজিং কমিটির সদস্য করা হয়নি। স্বার্থজনিত কারণে সভাপতি ও সদস্য সচিবের মনগড়া এসব সদস্য ও শিক্ষক প্রতিনিধি নির্বাচন করা হয়েছে এবং এসব সদস্যর মধ্যে অর্থ প্রদান, তাদেরকে চাপ সৃষ্টি ও স্বার্থ দেখানো হয়েছে। এজন্য তাদের সমর্থনে তিনি পুনরায় সভাপতি নির্বাচিত হচ্ছেন। বে-সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি গঠেনের নিয়মনীতি উপক্ষো করে এসব সদস্য নির্বাচিত ও পুনরায় তাকেই সভাপতি করণের প্রক্রিয়া নেয়া হয়েছে। রোববার বিকেলের দিকে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে এ কমিটির সভাপতিকে ফের নির্বাচিত করণের কার্যক্রম করা হয়েছে। এরআগে এ কমিটির সভাপতি মঞ্জু বিশেষ শক্তি প্রয়োগে ওই মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হন। তিনি এই প্রতিষ্ঠান থেকে প্রায় ৭ কিলোমিটার দূরে খাগা গ্রামের অধিবাসী এবং তিনি ওই মাদ্রাসা স্থাপনের সাথে তার কোন সম্পর্ক সহযোগীতা নেই। অতিসম্প্রতি তিনি তার গ্রামের একজনকে ওই মাদ্রাসায় চাকুরী দিয়ে নিয়োগ বানিজ্য করেছেন এবং আরো নিয়োগ বানিজ্যর জন্য মরিয়া হয়ে উঠেছেন। এ নিয়ে গ্রামবাসীর মধ্যে ব্যাপক অসন্তোষ ও উত্তেজনার সৃষ্টি হয়েছে। এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এলিজা সুলতানা বলেন, এ অভিযোগ পত্রের অনুলিপি পেয়েছি। জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশনায় তদন্ত সাপেক্ষে ওই কমিটি গঠনের কার্যক্রম বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি উল্লেখ করেন।


Side banner
Link copied!