• ঢাকা
  • রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

শরীয়তপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সন্ত্রাসী কর্তৃক লুটপাট ও বসত ঘরে আগুন


FavIcon
নুরুজ্জামান শেখ, শরীয়তপুরঃ
প্রকাশিত: মার্চ ২, ২০২৪, ০৮:০৪ পিএম
শরীয়তপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সন্ত্রাসী কর্তৃক লুটপাট ও বসত ঘরে আগুন

শরীয়তপুর সদর উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের খায়ের চর পড়াসন্ধি গ্রামে চেয়ারম্যান আনোয়ার হাওলাদারের দল করায় বিপক্ষ দলের স্থানীয় চিহ্নিত সন্ত্রাসীরা বৃদ্ধ কৃষক আব্দুল জলিল বেপারীর বাড়িতে প্রবেশ করে লুটপাটসহ বসত ঘর আগুনে পুড়িয়ে নিঃস্ব করে দিয়েছে ।আজ সকাল ৬ ঘটিকার সময় দলীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় চিহ্নিত সন্ত্রাসীরা বুদ্ধ কৃষক আব্দুল জলিল বেপারীর বাড়িতে ঢুকে নারীসহ ৪০ থেকে ৪৫জন বাড়ির মূল্যবান জিনিসপত্র সহ লুটপাট করে এবং ঘরে থাকা বৃদ্ধ  আব্দুল জলিল বেপারী এবং তার স্ত্রীসহ অন্যান্য সদস্যদেরকে ঘর থেকে বের করে দুইটি থাকার বসত ঘরে  আগুন লাগিয়ে পুড়িয়ে ছাই  ভস্ম করে দেয় এবং অটো, গ্যারেজ সহ  আরো দুটি থাকার ঘর সন্ত্রাসীরা  দেশীয় ধারালো অস্ত্র লাঠি সোটা দিয়ে কুপিয়ে পিঠিয়ে ধ্বংসযজ্ঞে পরিণত করে।ওই ভুক্তভোগী পরিবারটি এখন খোলা আকাশের নিচে।সরজমিন ঘুরে স্থানীয় সূত্রে জানা যায় দলীয় গ্রুপিং এবং পূর্ব শত্রুতা জেরে সম্প্রীতি ঘটনার ১৫ দিন পূর্বে রাব্বি বেপারী(১৮),এবং কাউসার ব্যাপারী গংদের ওই একই এলাকার লাভলু খান মারধর করে।ওই মারামারির ঘটনা কে কেন্দ্র করে ১ মার্চ ২০২৪ লাভলু খানকে রাব্বি এবং কাউসার ব্যাপারী মারধর করে হাত-পা ভেঙ্গে দেয়।অসুস্থ অবস্থায়  লাভলু খান এখন সদর হাসপাতালে  চিকিৎসাধীন।ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাসার ফকিরের গ্রুপিং না করায়  লাভলু খান এর নির্দেশক্রমে নুর জামান মোল্লা এবং মামুন খা এর   হুকুমে বাসার ফকিরের গ্রুপিং এর লোকজনেরা সন্ত্রাসী কায়দায় দেশীয় ধারালো অস্ত্র লাঠি সোটা রামদা সেনদা দিয়ে বৃদ্ধ  আব্দুল জলিল বেপারীর বাড়িতে লুটপাটসহ বসত ঘর আগুনে পুড়িয়ে ধ্বংসযজ্ঞ চালায়।ভুক্তভোগী পরিবারের চিৎকারের শব্দ শুনে স্থানীয়রা ফায়ার সার্ভিস  এবং প্রশাসনকে জানালে তারা  ঘটনাস্থলে এসে বিষয়টি পর্যবেক্ষণ করেন।
পালং মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মেজবা উদ্দিন গণমাধ্যমকে জানান বাড়িতে হামলা লুটপাট বসত করে আগুন দেওয়ার বিষয়টি শুনে আমি ঘটনাস্থলে সাথে সাথেই পুলিশ পাঠিয়েছি। এমনকিআমি এবং আমার সঙ্গীও পুলিশ সদস্যদের কে নিয়ে ঘটনাস্থলে যাই।বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করেছি। যারা এই জগনোত্তম ঘটনা ঘটিয়েছে তাদের বাড়ি বাড়ি গিয়েছি।হামলা লুটপাট বাড়িতে আগুন দেওয়ার বিষয়কে কেন্দ্র করে থানায় অভিযোগ হয়েছে।এই ঘটনায় যারা যারা জড়িত রয়েছে তাদেরকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।  


Side banner
Link copied!