• ঢাকা
  • রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

শরীয়তপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত


FavIcon
নুরুজ্জামান শেখ, শরীয়তপুরঃ
প্রকাশিত: মার্চ ৮, ২০২৪, ১২:০৪ পিএম
শরীয়তপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত

শরীয়তপুরে আন্তর্জাতিক নারী দিবস ২০২৪ পালিত হলো।শরীয়তপুরে নারী দিবস সফল করার লক্ষ্যে নারী দিবস র‍্যালিতে অংশগ্রহণ করেন শরীয়তপুর সরকারি গোলাম হায়দার খান মহিলা কলেজ এবং শরীয়তপুর জেলার বিভিন্ন মহিলা সংস্থার নারীরা।৮ই মার্চ সকাল ১০ ঘটিকার সময় শরীয়তপুর জেলা প্রশাসক কার্যালয়ে হতে জেলা প্রশাসক  মোহাম্মদ নিজাম উদ্দিন এর নেতৃত্বে জেলা প্রশাসক কার্যালয় থেকে মহিলা কলেজ সহ জেলার বিভিন্ন মহিলা সংস্থার ব্যানারে বিশাল একটি রেলি বের হয়।রেলিটি জেলার কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত  প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে সমাপ্ত করে।রেলি শেষে জেলা প্রশাসক মোহাম্মদ নিজাম উদ্দিন আন্তর্জাতিক নারী দিবসে গুরুত্বপূর্ণ বক্তব্য বলেন,মানবতার মানষ কন্যা জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর থেকেই নারীদেরকে স্বাবলম্বী করার লক্ষ্যে সরকারিভাবে বিভিন্ন সংস্থার সুযোগ সুবিধা করে দিয়েছেন। বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশের নারীরও আজ পিছিয়ে নেই।সরকারের সুযোগ সৃষ্টির কারণে নারীরা আজ বেসরকারি এবং সরকারে বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরে সফলতার সাথে দায়িত্ব পালন করছে।                   


Side banner
Link copied!