• ঢাকা
  • রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

শরীয়তপুরে সড়ক দুর্ঘটনায় আট বছরের শিশু নিহত


FavIcon
নুরুজ্জামান শেখ, শরীয়তপুরঃ
প্রকাশিত: মার্চ ১৫, ২০২৪, ০৭:১১ পিএম
শরীয়তপুরে সড়ক দুর্ঘটনায় আট বছরের শিশু নিহত

শরীয়তপুর সদরের পশ্চিম কোটাপাড়া নামক স্থানে ফারুক চৌকিদারের বাড়ির ঘাটায় ইজিবাইক অটো থেকে নামার সময় মোহাম্মদ শাফিন (৮)কে দ্রুতগামী  শরীয়তপুর সুপার সার্ভিস চাপা দিলে ঘটনাস্থলই শিশুটি নিহত হয়। নিহত শিশুটির মা সাইরুন নেশা পিতা: শাহীন ছৈয়াল, গ্রাম :মহিষার, ভেতরগঞ্জ,শিশু সাফিনের নানাবাড়ি শরীয়তপুর সদর আঙ্গারিয়ার কাশীপুর গ্রামে  । ঘটনাটি ঘটে বিকেল সাড়ে চার ঘটিকার সময় গোলোরি ফিলিং স্টেশন থেকে  কিছুদূর সামনে প্রধান  সড়কে।নিহত শিশুটি শরীয়তপুর সদর হাসপাতালের জরুরি বিভাগে  রাখা আছে।নিহত শিশুটির  মা শিশুটিকে পশ্চিম কোটা পাড়ার একটি হাফিজিয়া মাদ্রাসায় ইতিপূর্বে ভর্তি করানো হয়েছিল।১৫ই মার্চ শুক্রবার বিকালে শিশুটির মা শিশু শাফিন  কে হাফিজিয়া মাদ্রাসায় রাখার জন্য অটোজোগে কোটা পাড়া স্থানে আসা হয়েছিল।ওই মাদ্রাসায় আর যাওয়া হলো না আর পড়া হলো না হেফজখানায়।চলে গেলেন না ফেরার দেশে।নিহত শিশুটির পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।পালং থানার অফিসার অফিসার ইনচার্জ মোহাম্মদ মেজবাহ উদ্দিন গণমাধ্যমকে জানান  সড়ক দুর্ঘটনার বিষয়টি শোনার সাথে সাথেই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি এবং  সদর হাসপাতালে আমার পুলিশ গিয়েছে। মামলার প্রস্তুতি চলছে।     


Side banner
Link copied!