• ঢাকা
  • রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

শরীয়তপুরে ইফতারের দাম নিয়ন্ত্রণ রাখতে ভ্রাম্যমান অভিযান পরিচালনা


FavIcon
নুরুজ্জামান শেখ, শরীয়তপুরঃ
প্রকাশিত: মার্চ ১৬, ২০২৪, ০৩:১০ পিএম
শরীয়তপুরে ইফতারের দাম নিয়ন্ত্রণ রাখতে ভ্রাম্যমান অভিযান পরিচালনা

 রমজান আসলেই বাংলাদেশের কিছু অসাধু ব্যবসায়ী আছেন যারা বেশি মুনাফা লাভের আশায় খাদ্যদ্রব্য ইফতার সামগ্রীর দাম নির্ধারিত দামের চেয়ে তাদের ইচ্ছেমতো দাম বসিয়ে বিক্রি করে।এতে করে রোজাদার মধ্যবিত্ত  গরিব অসহায় মানুষেরা  এসব অসাধু ব্যবসায়ীদের কাছে জিম্মি হয়ে পড়ে।রমজান উপলক্ষে রোজাদার মধ্যবিত্ত গরিব অসহায় মানুষের কথা চিন্তা করে এবং ইফতার দ্রব্য সামগ্রীর দাম ব্যবসায়ীদের চালান অনুযায়ী  নির্ধারিত সঠিকদামে  বিক্রির জন্য শরীয়তপুর জেলার  সুযোগ্য জেলা প্রশাসক মোঃ নিজাম উদ্দিন আহমেদ  এর নির্দেশ ক্রমে  শরীয়তপুরের ঐতিহ্যবাহী পুরাতন পালং বাজারের ফল পট্টিতে ভ্রাম্যমান অভিযান পরিচালনা করেন। ১৬ই মার্চ  সকাল ১০ ঘটিকার সময় পালং বাজারের ফল পট্টিতে জেলা প্রশাসকের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: আব্দুল্লাহ আল মামুন ভ্রাম্যমান অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনাকালে পালং বাজারের ফল  ব্যবসায়ী ফয়সাল স্টোরের মালিক মোহাম্মদ জাহিদ কে প্রতি কেজি খেজুর ক্রয় অনুযায়ী ২৫০ টাকা লাভে বিক্রি করায় এবং প্যাকেট খেজুরে প্রতি কেজির স্থলে ৯০০গ্রাম পাওয়ায় ওই ব্যবসায়ীকে নগদ ১০ হাজার টাকা অর্থদণ্ড জরিমানা করেন।এছাড়াও পালং বাজারের বিভিন্ন ফলের দোকানে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা  করেন এবং ব্যবসায়ীদেরকে সতর্ক করে বলেন  পুরো রমজান মাসে আমদানি অনুযায়ী সহনীয় পর্যায় বিক্রি করার আদেশ দেন।           


Side banner
Link copied!