• ঢাকা
  • সোমবার, ২০ মে, ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১

সিরাজগঞ্জে কাওয়াকোলার চরাঞ্চলের কাশবন পোড়ানোর ঘটনায় মামলা দায়ের


FavIcon
জহুরুল ইসলাম:
প্রকাশিত: মার্চ ২৪, ২০২৪, ০৭:১৮ পিএম
সিরাজগঞ্জে কাওয়াকোলার চরাঞ্চলের কাশবন পোড়ানোর ঘটনায় মামলা দায়ের

সিরাজগঞ্জে কাওয়াকোলার চরাঞ্চলের বিস্তীর্ন এলাকার কাশবন কাইসা পোড়ানোর ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

আজ রবিবার মো. আফছার আলী বাদী হয়ে সিরাজগঞ্জ মোকাম বিজ্ঞ দ্রুত বিচার আদালতে ৯ জনকে আসামী করে এ মামলা দায়ের করা হয়।

মামলা সুত্রে জানা যায়, সদর উপজেলার কাওয়াকোলা মহাদেবপুর মৌজার সাড়ে ৭ শত বিঘা চরাঞ্চলের সম্পত্তি জমির মালিকের নিকট হতে পুটিয়াবাড়ী গ্রামের মৃত দানেজ আলীর ছেলে মো. আফছার (৫৩) লিজ গ্রহন করে কাশবন (কাইসা) ও ঘাস চাষ করে মহিষের বাথান মালিকদের নিকট বিক্রি করে জীবিকা নির্বাহ করে আসছিল। চাষাবাদ করাবস্থায় বাদীর নিকট থেকে ৫০ লাখ টাকা চাদা বাদী করে চন্দ্রকোনা গ্রামের ফজলার রহমানের ছেলে মুসলিম উদ্দিন ও তার সন্ত্রাসী বাহিনীরা । চাদার টাকা পরিশোধ না করায় মুসলিম উদ্দিনের নির্দেশে তার সন্ত্রাসী বাহিনীরা সাড়ে ৭ বিঘা জমির কাশবন আগুনে ভস্মিভূত করাসহ ৫০ বিঘা জমির কাইসা উপড়ে ফেলে । এতে বাদী পক্ষের প্রায় ১৫ লাখ টাকার ক্ষতিসাধিত হয়।


Side banner
Link copied!