• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

সিরাজগঞ্জে পুষ্টিকর ও নিরাপদ খাদ্য বারটানের ভুমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত


FavIcon
জহুরুল ইসলাম:
প্রকাশিত: মার্চ ২৫, ২০২৪, ০৪:৪৭ পিএম
সিরাজগঞ্জে পুষ্টিকর ও নিরাপদ খাদ্য বারটানের ভুমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

"সুস্বাস্থ্যের জন্য পুষ্টিকর ও নিরাপদ খাদ্য" বারটানের ভুমিকা শীর্ষক সেমিনার জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় শহীদ  একে  শামসুদ্দিন সম্মেলন কক্ষে কৃষি মন্ত্রনালয়ের অধিনে বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান) এর আয়োজনে সেমিনারে প্রধান অতিথি  এনডিসি, বারটানের নির্বাহী পরিচালক (যুগ্নসচিব) মো. খোরশেদ আলম বক্তব্য রাখেন।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন- সিভিল সার্জন ডা. রামপদ রায়। বারটান প্রধান কার্যালয়ের উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহাম্মদ জহির উল্লাহ মুল প্রবন্ধ উপস্থাপন করেন।
পুষ্টি মানুষের মৌলিক চাহিদা, জীবনচক্রের  সকল পর্যায়ে প্রয়োজনীয় পুষ্টি নিশ্চিত করার আহবান জানান বক্তাগন।
মানবদেহে শর্করা আমিষ, ভিটামিন এ,বি ও  সি, পুষ্টির প্রয়োজনীয়তা বিষয়ে বিষদভাবে আলোচনা করা হয়। 

এ সময় বারটান আঞ্চলিক কার্যালয় সিরাজগঞ্জ এর কৃষিবিদ ড. ছাদেকুল ইসলাম,  সিরাজগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক দৈনিক সংবাদ পত্রিকার জেলা প্রতিনিধি আব্দুল কুদ্দুস, জেলা ভোক্তা অধিকার পরিচালক,মো. হাসান আরমান, বিএমএ সভাপতি ডা. জহুরুল হক রাজা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক এনামুল হক, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম।
অনুষ্ঠানে বারটান আঞ্চলিক কার্যালয়ের সকল কর্মকর্তা, শিক্ষক, এনজিও প্রতিনিধি ইমামসহ সরকারি বেসরকারি প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
 


Side banner
Link copied!