• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

মতলব দক্ষিণে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত


FavIcon
সমির ভট্টাচার্য্য
প্রকাশিত: মার্চ ২৬, ২০২৪, ০৮:৪২ পিএম
মতলব দক্ষিণে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযথ মর্যাদায় ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে।

মতলব নিউ হোস্টেল মাঠে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, দীপ্ত বাংলা পাদদেশে পুষ্পস্তবক অর্পন, বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পন, কুচকাওয়াজ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে । 

পরে উপজেলা পরিষদ মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতিমা সুলতানা। এ সময় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহমেদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন বালা, বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন প্রধান, ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা বশির উল্লাহ সরকার, বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম সরকার, মতলব পৌর যুবলীগের সভাপতি শহীদ পরিবারের সন্তান সোহাগ সরকার। অনুষ্ঠানটি পরিচালনা করেন কচিকাঁচা প্রি-ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক ফারুক আহমেদ বাদল। 

এ সময় উপস্থিত ছিলেন মতলব পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আওলাদ হোসেন লিটন,  উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেওয়ান শওকত আলী বাদল, মতলব ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম আলেক, ওসি তদন্ত সালেহ আহম্মেদ, পৌর আওয়ামীলীগের সহ সভাপতি সুকুমার ঘোষ, উপজেলা হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি গনেশ ভৌমিকসহ মুক্তিযুদ্ধা, সাংবাদিক, শিক্ষকসহ সর্বস্তরের জনগন ।
 


Side banner
Link copied!