• ঢাকা
  • সোমবার, ২০ মে, ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১

ঈদুল ফিতর উপলক্ষে ছোনগাছা ইউনিয়নে অসহায়দের মাঝে ফিজিএফ চাল বিতরণ


FavIcon
জহুরুল ইসলাম:
প্রকাশিত: এপ্রিল ৩, ২০২৪, ০৮:০৭ পিএম
ঈদুল ফিতর উপলক্ষে ছোনগাছা ইউনিয়নে অসহায়দের মাঝে ফিজিএফ চাল বিতরণ

ঈদুল ফিতর উপলক্ষে ছোনগাছা ইউনিয়ন পরিষদে দুস্থ অসহায়দের মাঝে ভিজিএফ চাল বিতরণ করা হয়েছে।

আজ বুধবার সকালে ৬নং ছোনগাছা ইউনিয়ন পরিষদ চত্বরে ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী জিন্নাহ সুবিধাভোগীদের হাতে বিনামুল্য চাল তুলে দেন।

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের বাস্তবায়নে ২৯২৬ জন সুবিধাভোগীদের মাঝে ১০ কেজি করে বিনামুল্যে খাদ্য শস্য বিতরণ করা করা হয়।

চাল বিতরণকালে ছোনগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী জিন্নাহ বলেন- জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধান মন্ত্রী শেখ হাসিনা দারিদ্রমুক্ত সমৃদ্ধশালী দেশ গড়তে সারা দেশে ঈদুল ফিতর উপলক্ষ্যে অসহায়দের মাঝে বিনামুল্যে খাদ্যশস্য ভিজিএফ চাল বিতরণের ব্যবস্থা করেছেন। ভিজিএফ চাল সঠিকভাবে বিতরণে ইউপি সদস্যদের প্রতি আহবান জানান।

বিনামুল্যে ১০ কেজি খাদ্যশস্য চাল পেয়ে ২৯২৬ জন  সুবিধাভোগীরা খুশি হয়েছেন।

চাল বিতরণকালে  ইউপি সচিব মো. এমদাদুল হক, ট্যাগ অফিসার কৃষি কর্মকর্তা মো. সাইদুল ইসলাম, ইউপি সদস্য জহুরুল ইসলাম,  মো. তারিকুল ইসলাম, মো. সেলিম রেজা, মো. আবু তাহের ঝন্টু, সাহাদত হোসেন বাবুসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ঈদুল ফিতর উপলক্ষে সদর উপজেলার ১০ টি ইউনিয়নে একযোগে বিনামুল্যে ফিজিএফ চাল বিতরণ করা হয়।
 


আরও পড়ুন

Side banner
Link copied!