• ঢাকা
  • মঙ্গলবার, ২১ মে, ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১

হবিগঞ্জ বৃষ্টির জন্য বিশেষ নামাজ সালাতুল ইসতিসকার ও দোয়া অনুষ্ঠিত


FavIcon
মোঃ রহমত আলী, হবিগঞ্জঃ
প্রকাশিত: এপ্রিল ৩০, ২০২৪, ১২:৪৪ পিএম
হবিগঞ্জ বৃষ্টির জন্য বিশেষ নামাজ সালাতুল ইসতিসকার ও দোয়া অনুষ্ঠিত

টানা মাস ব্যপী তাপদাহে জনজীবন অতিষ্ঠ হয়ার ফলে আল্লাহর রহমতের আশায় বৃষ্টির জন্য হবিগঞ্জ জেলার লাখাই উপজেলায়  বিশেষ নামাজ সালাতুল ইসতিসকার  আদায় করা হয়েছে।সোমবার  (২৯  এপ্রিল) দুপুরে উপজেলার  মুড়িয়াউক ঈদগাহ মাঠে উক্ত নামাজ অনুষ্ঠিত হয়েছে। 
এ সময় জাহের হাজার হাজার দ্বীনদার মুসলমান   উক্ত নামাজে  অংশ নেন।

নামাজ শেষে আল্লাহ তায়ালা এর দরবারে দ্বীনদার মুসলমানগন চোখের পানি ফেলে বৃষ্টির জন্য দোয়া করেন দোয়া প্রর্থীগণহ।

উললখ্য দেশ জুড়ে চলমান তীব্র তাপপ্রবাহ। স্থবির হয়ে পরেছে কর্ম চাঞ্চল্যতা। তীব্র তাপদাহে পুড়ছে দেশ। বিপর্যস্ত হয়ে পরে দিন মজুরসহ খেটে খাওয়া সাধারণ মানুষ।
গরমের তীব্রতায় ঘরে বাইরে কোথাও নেই শান্তি । এরই মধ্যে মাঝে মধ্যে দেখা দেয় বিদ্যুৎ বিভ্রাট। সরকারের পক্ষ থেকে একের পর এক জারি করা হচ্ছে হিট এ্যালার্ট। বন্ধ রাখা হচ্ছে স্কুল কলেজ মাদ্রাসা।
 


Side banner
Link copied!