• ঢাকা
  • রবিবার, ১৯ মে, ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১

হবিগঞ্জে চা কর্মচারীদের বেতন, গ্রান্টেড বোনাস আদায়ের দাবিতে ধর্মঘট ও মানববন্ধন


FavIcon
মোঃ রহমত আলী, হবিগঞ্জঃ
প্রকাশিত: মে ৭, ২০২৪, ০৪:৪২ পিএম
হবিগঞ্জে চা কর্মচারীদের বেতন, গ্রান্টেড বোনাস আদায়ের দাবিতে ধর্মঘট ও মানববন্ধন

হবিগঞ্জের দেউন্দি, রঘুনন্দন, গেলানীয়াসহ  ৫টি চা বাগানের কর্মচারীদের ৭ মাসের বকেয়া বেতন, গ্রান্টেড বোনাস সহ পরিশোধের দাবিতে চা শ্রমিকরা অবস্থান ধর্মঘট ও  মানববন্ধন করেছে। 
মঙ্গলবার (৭মে)  দুপুরে চুনারুঘাটের দেউন্দি চা বাগানে এ কর্মসূচী পালিত হয়। 

সম্প্রতি, স্টাফ, কর্মচারীদের দেড় কোটি টাকার বকেয়ার দাবিতে  তারা হবিগঞ্জ   জেলা প্রশাসকের কাছে আবেদন করেও এর কোন শোরা হয়নি।

বাংলাদেশ টি এষ্টেট ষ্টাফ এসোসিয়েশন এর আয়োজনে সংগঠনের আঞ্চলিক সভাপতি ডাঃ সুনীল বিশ্বাস এতে সভাপতিত্বে  প্রধান  অতিথি ছিলেন জাকারিয়া আহমেদ।
 
বক্তারা বলেন, ৭ মাসের বেতন, ভাতা, গ্রেটি সহ নানা পাওনায় ষ্টাফদের সন্তানদের লেখাপড়া, দোকানবাকী, ওষধপত্র কিছুই পাচ্ছে না। এভাবে চলতে থাকলে না খেয়ে মারা যাবে কর্মচারীরা।
আগামী রোববার জেলা প্রশাসকের কাছে আবার স্মারকলীপী দিবো। এর পর কোন দাবী আদায় না হলে কঠোর আন্দোলনে যাব। 
 


Side banner
Link copied!