• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৯ মে, ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১

বেগমগঞ্জ অস্ত্রসহ আটক ১


FavIcon
নোয়াখালী প্রতিনিধি:
প্রকাশিত: মে ১, ২০২১, ১০:৩৭ পিএম
বেগমগঞ্জ অস্ত্রসহ আটক ১
বেগমগঞ্জ অস্ত্রসহ আটক-১

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আলাইয়াপুর ইউনিয়নে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে অস্ত্র নিয়ে মহড়া দেয়ার ঘটনায় বৃদ্ধ নূর হোসেন রৌশনকে (৫৮) আটক করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে পিস্তল, ম্যাগজিন ও একটি গুলি জব্দ করা হয়।আটক নূর হোসেন স্থানীয় পশ্চিম মোশাকপুর জামে মসজিদের সেক্রেটারি। তিনি ওই গ্রামের মৃত এছাক মিয়ার ছেলে।শুক্রবার (৩০ এপ্রিল) জুমার নামাজ শেষে অস্ত্র নিয়ে মহড়া দেয়ার ঘটনা ঘটে। পরে ৯৯৯-এ কল দিলে পুলিশ এসে নূর হোসেনকে আটক করে। শনিবার (১ মে) সকালে মামলা দায়েরের পর বিকেলে নোয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।বিষয়টি নিশ্চিত করেছেন বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান সিকদার।তিনি জানান, এ ঘটনায় শনিবার সকালে আটক রৌশনসহ চারজনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।স্থানীয়রা জানান, শুক্রবার (৩০ এপ্রিল) জুমার নামাজ শেষে পশ্চিম মোশাকপুর জামে মসজিদে রমজান মাসের ১০ দিন এতেকাফে থাকার বিষয় নিয়ে মুসল্লিদের সঙ্গে মসজিদ কমিটির আলোচনা চলছিল। আলোচনা চলাকালে কমিটির সভাপতি বেলায়েত হোসেন ও সেক্রেটারি নূর হোসেন রৌশনের সঙ্গে মুসল্লিদের বাগবিতণ্ডা শুরু হয়। এসময় স্থানীয় মুসল্লি আবদুল আজিজ মসজিদের পবিত্রতা রক্ষায় সবাইকে শান্ত হওয়ার অনুরোধ করেন। এতে ক্ষিপ্ত হয়ে রৌশন মুসল্লি আজিজকে মারধর করেন এবং তার লোকজনকে অস্ত্র নিয়ে আসতে বলেন।কিছুক্ষণ পর রশিদ (১৮), লাল চাঁন (১৮) ও আব্দুস সালাম (১৮) অস্ত্র নিয়ে মসজিদের সামনের সড়কে অবস্থান করেন। বিষয়টি টের পেয়ে উপস্থিত মুসল্লিরা একত্রিত হয়ে তাদের ধাওয়া করে রশিদের কাছ থেকে অস্ত্র ও গুলি জব্দ করেন। এসময় তারা পালিয়ে গেলেও রৌশনকে আটক করে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল দিলে বিকেলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রৌশনকে আটক ও অস্ত্র জব্দ করে।


Side banner
Link copied!