• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

হবিগঞ্জে আটতলা নতুন হাসপাতাল ভবন সম্পূর্ণ ঝুকিপূর্ণ !


FavIcon
মোঃ রহমত আলী
প্রকাশিত: মে ৩০, ২০২১, ০৮:৪৮ পিএম
হবিগঞ্জে আটতলা নতুন হাসপাতাল ভবন সম্পূর্ণ ঝুকিপূর্ণ !
আটতলা নতুন হাসপাতাল ভবন সম্পূর্ণ ঝুকিপূর্ণ

হবিগঞ্জ ১০০ শয্যা জেলা আধুনিক সদর হাসপাতালকে ২৫০ শয্যায় উন্নীত করতে সরকার ৪৫ কোটি টাকা ব্যয়ে আটতলা নতুন ভবন নির্মাণ করেছে। সেই ভবনটি সম্পূর্ণ ঝুকিপূর্ণ। চালু হওয়ার আগেই নষ্ট হয়ে গেছে লিফট, ভেঙে পড়ছে দরজা-জানালা। ব্যাপক দুর্নীতি, অনিয়ম ও নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের কারণেই ভবনটি ঝঁুকিপূর্ণ হয়ে উঠেছে।

আজ রোববার জেলা প্রশাসক সম্মেলন কক্ষে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় এসব তথ্য উঠে আসে।

এ সময় ব্যবস্থাপনা কমিটির সভাপতি, বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী কমিটি গঠন করে ব্যবস্থা নেয়ার আশ্বাস প্রদান করেন।

মন্ত্রী বলেন, সরকার উন্নয়ন করছে সাধারণ মানুষের জন্য। তাই এসকল উন্নয়ন বা সেবা সাধারণ মানুষের জন্য ব্যয় না করে হাসপাতালে কোন ধরণের সিন্ডিকেট তৈরী করা যাবে না। যারা জনগণের টাকা দিয়ে নিজের পকেট ভারি করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক ইশরাত জাহান, জেলা পরিষদ চেয়ারম্যান ডা. মুশফিক হোসেন চৌধুরী, সিভিল সার্জন ডা. কে এম মুস্তাফিজুর রহমান ও হাসপাতাল তত্বাবধায়ক ডা. হেলাল উদ্দিন।
 


আরও পড়ুন

Side banner
Link copied!