• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কক্সবাজারে বৃষ্টির পানিতে পাহাড় ধসে পাঁচ রোহিঙ্গাসহ নিহত ৬


FavIcon
কক্সবাজার প্রতিনিধি:
প্রকাশিত: জুলাই ২৭, ২০২১, ০৩:২৩ পিএম
কক্সবাজারে বৃষ্টির পানিতে পাহাড় ধসে পাঁচ রোহিঙ্গাসহ নিহত ৬

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-১০-এ পাহাড় ধসের ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও ৫-৬ জন। মঙ্গলবার (২৭ জুলাই) সকাল ১০টার দিকে বালুখালী ক্যাম্পে এ পাহাড় ধসের ঘটনা ঘটে।শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কার্যালয়ের অতিরিক্ত কমিশনার শামশুদ্দোজা নয়ন এতথ্য নিশ্চিত করেন। তবে, তাৎক্ষণিকভাবে তিনি হতাহতদের পরিচয় নিশ্চিত করতে পারেননি।অপরদিকে, পৃথক পাহাড় ধসে মহেশখালীতে এক কিশোরী নিহত হয়েছে। ঘুমন্ত অবস্থায় তার মৃত্যু হয়। মঙ্গলবার ভোরের দিকে ছোট মহেশখালী উত্তর সিপাহীর পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত কিশোরীর নাম মোরশেদা আক্তার (১৪)। সে স্থানীয় আনছার হোসেনের মেয়ে।ছোট মহেশখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জিয়াদ বিন আলী এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন।পরিবারের বরাত দিয়ে তিনি বলেন, সোমবার সন্ধ্যা থেকে শুরু হওয়া অতিবৃষ্টির পানিতে পাহাড় ধসের ঘটনা ঘটে। এতে পাহাড়ের মাটির আঘাতে আনছারের ঘরের দেয়াল ভেঙে ঘুমন্ত মেয়েটির ওপর পড়ে। এতে তার মর্মান্তিক মৃত্যু ঘটে।


Side banner
Link copied!