• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আজ বিজয়া দশমী,মণ্ডপে মণ্ডপে দেবী বিদায়ের সুর


FavIcon
অপূর্ব কুমার চক্রবর্তীঃ
প্রকাশিত: অক্টোবর ৮, ২০১৯, ১২:১৭ পিএম
আজ বিজয়া দশমী,মণ্ডপে মণ্ডপে দেবী বিদায়ের সুর

আজ বিজয়া দশমী। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে বাঙালি হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব। মণ্ডপে মণ্ডপে দেবী বিদায়ের সুর বেজে উঠেছে।বিজয়া দশমীর আনুষ্ঠানিকতা শেষে প্রতিমা বিসর্জন, অর্থাৎ দেবী দুর্গাকে ভক্তরা বিদায় জানাবেন। দেবী বিসর্জনের মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসবের পাঁচ দিনব্যাপী সব আনুষ্ঠানিকতা শেষ হবে।দেবী বিদায়ের আগে মণ্ডপে মণ্ডপে ভক্তরা সিঁদুর খেলায় অংশ নেবেন। দেবী বিসর্জনের মধ্য দিয়ে মা দুর্গা তার সন্তান কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতীসহ কৈলাসে স্বামীর গৃহে ফিরে যাবেন।সোমবার (৭ অক্টোবর) মহানবমীর সন্ধ্যায় আরতি শেষে দেবী দুর্গার পায়ে শেষ অঞ্জলি প্রদান করা হয়।হিন্দু শাস্ত্র মতে, নবমী তিথিতে রাবণ বধের পর শ্রী রামচন্দ্র এই পূজা করেছিলেন। নীলকণ্ঠ ফুল, যজ্ঞের মাধ্যমে অনুষ্ঠিত হয় নবমী বিহিত পূজা। নবমী পূজার মাধ্যমে মানবকুলে সম্পদলাভ হয়।ঢাকেশ্বরী, রামকৃষ্ণ মন্দির, রমনা কালীমন্দির, বনানী পূজামণ্ডপ, সিদ্ধেশ্বরী মন্দির, স্বামীবাগ লোকনাথ ব্রহ্মচারী আশ্রমসহ রাজধানীর কয়েকশ পূজা মণ্ডপের প্রতিমা বিসর্জনের জন্য বুড়িগঙ্গা, তুরাগ ও বালু নদীতে নিয়ে যাওয়া হবে।


Side banner
Link copied!