• ঢাকা
  • বুধবার, ০২ জুলাই, ২০২৫, ১৮ আষাঢ় ১৪৩২

পুলিশ হত্যা মামলায় ছাত্রদল নেতাসহ ৭ জন রিমান্ডে


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: জুলাই ২৮, ২০২৪, ১২:২৭ এএম
পুলিশ হত্যা মামলায় ছাত্রদল নেতাসহ ৭ জন রিমান্ডে

কোটা আন্দোলন ঘিরে পুলিশ সদস্য হত্যা মামলায় ছাত্রদল নেতাসহ সাতজনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন আদালত।

শনিবার (২৭ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শান্তা আক্তারের আদালত এ আদেশ দেন।

রিমান্ডপ্রাপ্তরা হলেন ডেমরা থানা ছাত্রদলের আহ্বায়ক মাসুদ রানা, দনিয়া ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো. এরফান ওরফে রোকন, ছাত্রদলের সদস্য মো. আবু বক্কর, রবিউল ইসলাম, মো. সৌরভ মিয়া, মো. তারেক হোসেন ও ঢাকা কলেজের এইচএসসির (বিজ্ঞান বিভাগ) ছাত্র হাসনাতুল ইসলাম ফাইযার।

এদিন আসামিদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড নিতে আবেদন করেন তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে আদালত আসামিদের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে, কোটা আন্দোলন চলাকালে রাজধানীর যাত্রাবাড়ীতে পুলিশ সদস্য গিয়াস উদ্দিনকে হত্যা করা হয়। এ ঘটনায় গত ২৪ জুলাই নিহতের ভগ্নিপতি ফজল প্রধান যাত্রাবাড়ী থানায় মামলা দায়ের করেন।

মামলার অভিযোগ থেকে জানা গেছে, গিয়াস উদ্দিন গত ১৯ জুলাই রাতে গণভবনে সরকারি ডিউটি পালনের উদ্দেশ্যে মোটরসাইকেলে করে বাসা থেকে বের হন। কিন্তু রায়েরবাগ ফুটওভার ব্রিজের উত্তর পাশে আসা মাত্রই উল্লেখিত আসামিরাসহ অজ্ঞাতনামা আরও অনেকে গিয়াস উদ্দিনকে আটক করে। এরপর তাকে হত্যা করে রশি দিয়ে ফুটওভার ব্রিজের সঙ্গে ঝুলিয়ে রাখে।


Side banner
Link copied!