• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ঘামাচি থেকে বাঁচতে জেনে নিন ৭ উপায়


FavIcon
লাইফস্টাইল ডেস্কঃ
প্রকাশিত: মে ২৪, ২০২১, ০২:০৫ পিএম
ঘামাচি থেকে বাঁচতে জেনে নিন ৭ উপায়
ছবি- ঘামাচি থেকে বাঁচতে জেনে নিন ৭ উপায়

তীব্র গরমে ঘামাচির সমস্যায় ভোগেন না এমন মানুষ খুবই কম। ঘামাচিতে অতিরিক্ত চুলকানোর কারণে শরীরের নানা জায়গায় লালচে হয়ে যায়। ঘরোয়া কিছু উপায়ে এই ঘামাচির যন্ত্রণা থেকে সহজেই মুক্তি মিলতে পারে। 

জেনে নিন উপায়গুলো:

১. ঘামাচির যন্ত্রণায় অ্যালোভেরা জেল বেশ উপকারী। শরীরের যে স্থানটি ঘামাচি আক্রান্ত সেই স্থানে নিয়মিত কয়েকদিন অ্যালোভেরা জেল লাগালে ঘামাচি ভালো হয়ে যায়। 

২. বরফও ঘামাচি কমাতে সাহায্য করে। তাই ঘামাচি স্থানে বরফ দিলেও উপকার পাওয়া যায়। 

৩. ঘামাচি সমস্যায় কাঁচা আলুর পেস্ট দারুণ কার্যকর। কাঁচা আলু দিয়ে পেস্ট তৈরি করে শরীরের আক্রান্ত স্থানে লাগালে সহজেই ঘামাচি থেকে রক্ষা পাওয়া যাবে। 

৪. তরমুজের সাদা অংশ ঘামাচিতে লাগালে বেশ ভালো ফল পাওয়া যায়।

৫. ঘামাচি রোধে ফিটকিরি গুরুত্বপূর্ণ। পরিষ্কার পানিতে ফিটকিরি মিশিয়ে গোসল করলে ঘামাচি অনেক কমে যায়। নিয়মিত ব্যবহারে ঘামাচি থেকে মুক্তি পাওয়া সম্ভব। 

৬. লেবুর রসে থাকা শক্তিশালী অ্যান্টি-ব্যাকটেরিয়াল উপাদান ঘামাচি দূর করতে সাহায্য করে। তাই নিয়মিত লেবু পানি পান করতে পারেন।

৭. নিমপাতা বা মুলতানি মাটির পেস্টও ঘামাচি রোধে কার্যকর। নিমপাতা আক্রান্ত স্থানে লাগিয়ে শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন। পরে ধুয়ে ফেলুন। নিয়মিত ব্যবহারে ভালো ফলাফল পাবেন।


Side banner
Link copied!