• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সৌদির নতুন আইন,১০০০ রিয়াল জরিমানা!


FavIcon
প্রবাস ডেস্কঃ
প্রকাশিত: জানুয়ারি ২, ২০২১, ০৯:৫৪ পিএম
সৌদির নতুন আইন,১০০০ রিয়াল জরিমানা!

জনসাধারণের চলাচলের জায়গায় কোনো রকমের খাদ্য কিংবা পানীয় গ্রহণ করলে ১০০০ রিয়াল জরিমানা করা হবে। সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।এদিকে অযথা রাস্তায় হাঁটাহাঁটি কিংবা পানি পান না করতে প্রবাসীদের আহ্বান জানিয়েছে দেশটির বাংলাদেশি কমিউনিটির নেতাকর্মীরা।বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাস্তাঘাটে একসঙ্গে ২ জনের বেশি চলাফেরা করা যাবে না। এছাড়া দেশটির স্বাস্থ্যবিধি না মানলে প্রবাসী কিংবা স্থানীয় নাগরিক জরিমানার আওতায় পড়বে।এদিকে সৌদি আরবে আগের দিনের চেয়ে আক্রান্তের হার কমেছে। আজ নতুন করে আক্রান্ত হয়েছে ১০১ জন। সুস্থ হয়েছে আরও ১৮২ জন। আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে আরও ৯ জন।এখন পর্যন্ত দেশটিতে মৃত্যুবরণ করেছেন ৬ হাজার ২৩৯জন। এই পর্যন্ত মোট আক্রান্ত ৩,৬২,৯৭৯ জন। মোট সুস্থের সংখ্যা ৩,৫৪,২৬৩ জন।


Side banner
Link copied!