• ঢাকা
  • বুধবার, ০৪ অক্টোবর, ২০২৩, ১৯ আশ্বিন ১৪৩০

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫৪


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: আগস্ট ২৭, ২০২৩, ০২:৪৫ পিএম
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫৪
ছবি - সংগৃহীত

রাজধানীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।  
শনিবার (২৬ আগস্ট) সকাল ৬টা থেকে রোববার (২৭ আগস্ট) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) কে এন রায় নিয়তি জানান, এ সময় তাদের কাছ থেকে ১৫ হাজার ২০ ইয়াবা, ৯৫ কেজি ৯০০ গ্রাম গাঁজা, ১২ গ্রাম হেরোইন, ১২০ বোতল ফেনসিডিল ও ১০ লিটার দেশি মদ জব্দ করা হয়।তাদের নামে ডিএমপির বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৯টি মামলা করা হয়েছে।


Side banner
Link copied!