• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

এবার হজে যেতে পারবেন ৫৭ হাজার ৮৫৬ বাংলাদেশি


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: এপ্রিল ১৩, ২০২২, ০৮:৫১ পিএম
এবার হজে যেতে পারবেন ৫৭ হাজার ৮৫৬ বাংলাদেশি
ছবি: সংগৃহীত

এ বছর হজে যেতে পারবেন ৫৭ হাজার ৮৫৬ জন বাংলাদেশি। তবে এদের কোভিড নেগেটিভ সনদ নিয়ে যেতে হবে। হজের সময় স্বাস্থ্যবিধি কঠোরভাবে মানতে হবে। হজে অংশগ্রহণকারীদের অবশ্যই দুই ডোজ কোভিড টিকা নেওয়া থাকতে হবে।

বুধবার ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে এ তথ্য জানান ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।

করোনাকালে বিদেশিদের হজের অনুমতি দেয়নি সৌদি আরব। এ সময় কেবল সীমিত পরিসরে সৌদি আরবের ৬০ হাজার মানুষ অংশ নেয় হজে।

এর আগে সৌদি আরবের সরকারি সংবাদ সংস্থা সৌদি প্রেস এজেন্সি ১০ লাখ মুসলমানকে হজ পালনের অনুমতি দেয়। সাধারণত প্রতিবছর ২৫ লাখ মুসলমান হজের সুযোগ পান।

এবার ৬৫ বছরের বেশি বয়স্করা হজের সুযোগ পাবেন না।


Side banner
Link copied!