• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

রুদ্ধশ্বাস লড়াইয়ে নিউজিল্যান্ডকে হারাল অস্ট্রেলিয়া


FavIcon
স্পোর্টস ডেস্ক:
প্রকাশিত: ফেব্রুয়ারি ২১, ২০২৪, ০৭:১১ পিএম
রুদ্ধশ্বাস লড়াইয়ে নিউজিল্যান্ডকে হারাল অস্ট্রেলিয়া

শেষ ওভারে দরকার ১৯ রান। প্রথম ৩ বলে হয়েছে ৪ রান। শেষ ৩ বলে দরকার ১২ রান! যেকোনো দলের জন্যই এই রান করে জয় পাওয়া কঠিন বটে। কিন্তু মনে সাহস থাকলে যে সবই সম্ভব! আজ সেটি আবারও করে দেখালো আত্মবিশ্বাসী অস্ট্রেলিয়া।
টিম সাউদির ওভারের চতুর্থ বলে ছক্কা হাঁকালেন টিম ডেভিড। এরপর ২ বলে দরকার ৬ রান। পঞ্চম বলে ২ রান নিলেন ডেভিড। শেষ বলে দরকার ৪ রান। বাউন্ডারি ছাড়া তো আর জয় পাওয়া সম্ভব না। শ্বাসরুদ্ধকর এই লড়াইয়ে শেষ পর্যন্ত বাউন্ডারি হাঁকিয়েই দলকে জয়ে এনে দিলেন ডানহাতি ব্যাটার ডেভিড। এতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডকে হারিয়ে ১-০ ব্যবধানে এগিয়ে গেল অস্ট্রেলিয়া।
এর আগে টসে জিতে ব্যাট করতে নেমে দারুণ সূচনা পেয়েছিল নিউজিল্যান্ড। ৩ ছয় আর ২ চারে অ্যালেনের ১৭ বলে ৩২রানের ইনিংসে উদ্বোধনী জুটিতেই স্কোরবোর্ডে ওঠে ৬১ রান। এরপর অ্যালেন আউট হলেও ডেভন কনওয়ের ৪৬ বলে ৬৩ আর রবীন্দ্রের ৩৫ বলে ৬৮ রানের ইনিংসে ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২১৫ রানের বড় সংগ্রহ পায় নিউজিল্যান্ড।
 


Side banner
Link copied!