• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: মার্চ ৬, ২০২৪, ০৬:১৪ পিএম
টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে হেরে কিছুটা ব্যাকফুটে বাংলাদেশ। তবে মাহমুদউল্লাহ রিয়াদ ও জাকের আলি অনিকের লড়াকু ইনিংস ঘুরে দাঁড়ানোর প্রেরণা দিচ্ছে টাইগারদের। দ্বিতীয় টি-টোয়েন্টিতে আজ (বুধবার) নাজমুল হোসেন শান্তর দল শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছে। যেখানে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। আগের ম্যাচের মতোই আজও শুরুতে ব্যাট করবে লঙ্কানরা।
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬টায়। আজকের ম্যাচটি স্বাগতিকদের জন্য সিরিজ বাঁচানোর লড়াই। তিন ম্যাচের সিরিজে নিজেদের স্বপ্ন বাঁচিয়ে রাখতে বাংলাদেশের সামনে জয়ের কোনো বিকল্প নেই। তারা ম্যাচ হারলেই সিরিজ জিতে নেবে লঙ্কানরা।
বিপিএল শেষ হওয়ার পর শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ দিয়ে ফের আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। লঙ্কানদের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে হেরেছে টাইগাররা। সিরিজে সমতায় ফেরার লড়াইয়ে আজ সফরকারীদের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে মাঠে নামছে লাল-সবুজের দল। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে লঙ্কানদের বিপক্ষে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন স্বাগতিকদের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। 
বাংলাদেশ একাদশ
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, সৌম্য সরকার, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলি অনিক, শেখ মেহেদী, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।


Side banner
Link copied!