• ঢাকা
  • মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

ম্যারাডোনাকে হত্যার অভিযোগে ৭ জনের বিরুদ্ধে মামলা


FavIcon
ক্রীড়া ডেস্ক :
প্রকাশিত: মে ২১, ২০২১, ০২:৫২ পিএম
ম্যারাডোনাকে হত্যার অভিযোগে ৭ জনের বিরুদ্ধে মামলা
ছবি - ম্যারাডোনার মৃত্যুতে ভক্তদের শোক

গত বছর নভেম্বরে না ফেরার দেশে পাড়ি জমান আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার দিয়েগো ম্যারাডোনা। মৃত্যুর কারণ হিসেবে সে সময় জানানো হয়, হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন তিনি। কিন্তু, ক্রমেই খবর ওঠে ম্যারাডোনার মৃত্যুতে চিকিৎসকদের গাফিলতিও ছিল একটি কারণ।এ নিয়ে তদন্ত শুরু হয়। তদন্ত শেষে ম্যারাডোনার চিকিৎসক ও স্বাস্থ্যসেবা কর্মীসহ সাতজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। ইএসপিএনের খবরে বলা হয়, সান ইসিদ্রোর প্রসিকিউটরস অফিস বিচারকের কাছে অভিযুক্ত সাতজনকে দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়ার অনুরোধ জানিয়েছে। আগামী ৩১ মে থেকে শুরু হবে অভিযুক্তেদের শুনানি। তখন তাঁরা নিজেদের যুক্ত দেখাতে পারবেন।স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা জানিয়েছে, অভিযোগ প্রমাণ হলে ওই সাতজনের আট থেকে ২৫ বছরের জেল হতে পারে।মৃত্যুর আগে মাদকাসক্তি, অ্যালকোহোলের প্রতি আসক্তি ও স্বাস্থ্য সংক্রান্ত নানা জটিলতায় ভোগেন ম্যারাডোনা। এরপর মৃত্যুর কিছুদিন আগে মস্তিষ্কে সফল অস্ত্রোপচার হয়েছিল ম্যারাডোনার। হাসপাতাল থেকে ছাড়া পেয়ে আর্জেন্টাইন কিংবদন্তি গিয়েছিলেন অতিরিক্ত অ্যালকোহল আসক্তি থেকে সেরে ওঠার নিরাময় কেন্দ্রে। এর পর বাসায় ফিরেছিলেন ম্যারাডোনা। সেখানেই হঠাৎ করে মারা যান তিনি।ম্যারাডোনার মৃত্যুর পর তাঁর আইনজীবি মাতিয়াস মোরিয়া মৃত্যুর পূর্ণ তদন্তের দাবি জানান। এরপর গত মার্চে সান ইসিদ্রোর এই প্রসিকিউটরস অফিস তদন্ত শুরু করে। ২০ জন বিশেষজ্ঞ চিকিৎসকের প্যানেলের তদন্ত প্রতিবেদনে বলা হয়, মৃত্যুর আগে আর্জেন্টাইন কিংবদন্তিকে দেওয়া চিকিৎসা ত্রুটিপূর্ণ ও যত্নহীন ছিল।


Side banner
Link copied!