• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রেকর্ড দামে অ্যাস্টন ভিলায় আর্জেন্টাইন মিডফিল্ডার


FavIcon
ক্রীড়া ডেস্ক :
প্রকাশিত: জুন ৭, ২০২১, ০৬:০১ পিএম
রেকর্ড দামে অ্যাস্টন ভিলায় আর্জেন্টাইন মিডফিল্ডার
আর্জেন্টিনার নতুন প্রজন্মের সেবাস্তিয়ান ভেরন খ্যাত এমি বুয়েন্দিয়া

মার্টিন ওডেগার্ডকে আর্সেনাল ধরে রাখতে পারবে কি না নিশ্চিত নয়। ধারের মেয়াদ শেষ হওয়ায় রিয়াল মাদ্রিদ তাকে ফিরিয়ে আনতে চায়। গানাররা তাই ঝুঁকি না নিয়ে আর্জেন্টাইন ২৪ বছর বয়সী মিডফিল্ডার এমিলিয়ানো বুয়েন্দিয়াকে দলে ভেড়াতে চেয়েছিলো।কিন্তু ইংলিশ ক্লাব অ্যাস্টন ভিলা ক্লাবের দলবদলের রেকর্ড ভেঙে ছিনিয়ে এনেছে আর্জেন্টিনার মিডফিল্ডের নতুন প্রজন্মের সেবাস্তিয়ান ভেরনকে। নরউইচ সিটি তাদের রেকর্ড দাম ৫০ মিলিয়ন ইউএস ডলারে বিক্রি করেছে আর্জেন্টিনার এই আক্রমণাত্মক মিডফিল্ডারকে।দুই পক্ষের মধ্যে সমঝোতা হয়ে গেছে। কলম্বিয়ার বিপক্ষে আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচের পরে বুয়েন্দিয়ার মেডিকেল টেস্ট সম্পন্ন হবে। নরউইচে তিন মৌসুমে ১১৩ লিগ ম্যাচে ২৪ গোল করা এই তরুণের সংগে পাঁচ মৌসুমের জন্য চুক্তি করেছে ক্লাবটি।
আর্জেন্টিনার হয়ে তিন ম্যাচে এক গোল করা এই মিডফিল্ডারকে দলে নেওয়ার বিষয়টি নিশ্চিত করে অ্যাস্টন ভিলা বিবৃতি দিয়ে জানিয়েছে, 'এমিলিয়ানো বুয়েন্দিয়াকে দলে নেওয়ার ব্যাপারে নরউইচের সংগে অ্যাস্টন ভিলা সমঝোতায় পৌঁছেছে। তিনি এখন আর্জেন্টিনার বায়ো-বাবলে আছেন। কলম্বিয়ার বিপক্ষে মঙ্গলবার বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচের পরে তাঁর মেডিকেল সম্পন্ন হবে।


Side banner
Link copied!